বাংলায় বিনিয়োগ, আর্জি অধীরের

রাজনীতির ময়দানে সরকারের সামেলাচনায় যা-ই বলুন, বিদেশি প্রতিনিধির কাছে অবশ্য বাংলায় বিনিয়োগ করারই আবেদন জানিয়েছেন অধীরবাবু।

Advertisement

কলকাতা

নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪২
Share:

—ফাইল চিত্র।

লগ্নির খোঁজে মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে, সেই সময়েই কলকাতায় এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে রাজ্যের বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা সারলেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার রড হিলটন।

Advertisement

বিধান ভবনে গিয়ে বুধবার দুপুরে প্রদেশ সভাপতির সঙ্গে দীর্ঘ আলোচনা এবং মধ্যাহ্নভোজ সারেন তিনি। রাজনীতির ময়দানে সরকারের সমালোচনায় যা-ই বলুন, বিদেশি প্রতিনিধির কাছে অবশ্য বাংলায় বিনিয়োগ করারই আবেদন জানিয়েছেন অধীরবাবু।

তাঁর কথায়, ‘‘বাংলায় কেন বিনিয়োগ করা উচিত, কী ভাবে ওঁদের সহযোগিতা দরকার, সে সবই ডেপুটি হাই কমিশনারকে বলেছি।’’ হিলটনও জানিয়েছেন, বাংলা সম্পর্কে অনেক নতুন তথ্য জেনে তিনি উপকৃত ও খুশি।

Advertisement

অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার রড হিলটন ও অধীর চৌধুরী।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এক ধরনের মশার প্রজনন করে কেমন ভাবে ডেঙ্গি রোধ করা হচ্ছে, তা নিয়েও অধীরবাবুকে সবিস্তার বুঝিয়েছেন হিলটন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন