আধারের ভুয়ো ক্যাম্প, ধৃত চার

ভুয়ো আধার কার্ডের ক্যাম্প করার অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। ধাদকা আড্ডা কলোনি থেকে শনিবার ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক জন বিহারের গয়া জেলার বাসিন্দা। বাকিরা শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩০
Share:

ধাদকায় চলছিল ক্যাম্প। —নিজস্ব চিত্র।

ভুয়ো আধার কার্ডের ক্যাম্প করার অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। ধাদকা আড্ডা কলোনি থেকে শনিবার ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক জন বিহারের গয়া জেলার বাসিন্দা। বাকিরা শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ধাদকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশে একটি বাড়িতে বেশ কয়েক দিন আগে আধার কার্ড তৈরির জন্য ক্যাম্প শুরু করে কয়েক জন লোক। সেখানে বেশ কিছু স্থানীয় বাসিন্দা ভিড় করেন কার্ড তৈরির জন্য। বাসিন্দাদের অভিযোগ, কার্ড তৈরি করে দেওয়ার জন্য মাথাপিছু তিনশো থেকে চারশো টাকা করেন নেওয়া হচ্ছিল। এর পরেই স্থানীয় কিছু বাসিন্দার সন্দেহ হয়। তাঁরা পুলিশের কাছে বিষয়টি জানান। এর পরে পুলিশ তদন্তে নেমে ওই চার জনকে গ্রেফতার করে। এর আগেও অন্ডালের কাজোড়া এলাকার একটি ক্লাবে ভুয়ো আধার কার্ড তৈরির ক্যাম্প হয়েছিল। দু’শো টাকার বিনিময়ে একটি এজেন্সির মাধ্যমে সাত দিনের মধ্যে কার্ড তৈরির করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরে অন্ডালের বিডিও বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসনকে খোঁজ, নিতে বলেন। তখনই পাততাড়ি গুটিয়ে পালিয়ে যায় ওই ক্যাম্পের লোকজন।

পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে বেশ কিছু যন্ত্রপাতি, ল্যাপটপ, নথিপত্র পাওয়া গিয়েছে। বেশ কিছু ভোটার কার্ডও মিলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement