মৃতদের নামে টাকা, অভিযোগ বিধায়কের

চার জনের কেউই বেঁচে নেই। অথচ, খাতায় কলমে একশো দিনের কাজ করে তাঁরা একশো দিনের টাকা তুলছেন। পূর্বস্থলী ২-র তৃণমূল পরিচালিত মাজিদা পঞ্চায়েতের মদতেই এমন দুর্নীতি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৭ ০১:০৬
Share:

চার জনের কেউই বেঁচে নেই। অথচ, খাতায় কলমে একশো দিনের কাজ করে তাঁরা একশো দিনের টাকা তুলছেন। পূর্বস্থলী ২-র তৃণমূল পরিচালিত মাজিদা পঞ্চায়েতের মদতেই এমন দুর্নীতি হয়েছে। বৃহস্পতিবার পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক প্রদীপকুমার সাহা কালনার মহকুমাশাসকের কাছে এমনই অভিযোগ জানিয়েছেন। আরও অভিযোগ, সরকারি এই প্রকল্পের নামে এলাকায় চলছে দেদার পুকুর চুরিও।

Advertisement

সিপিএম বিধায়ক অভিযোগপত্রে দাবি করেছেন, মাজিদা পঞ্চায়েতের ঝর্ণা ঘোষ, সরস্বতী রায়, সবিতা মাঝি ও দুলাল রায় মৃত। অথচ, প্রদীপবাবুর দাবি, ওই চার জনের নামে যে জবকার্ড ছিল, তা দেখিয়ে তিন জনের নামে ৮১৬ টাকা করে ও এক জনের নামে ৫৪৪ টাকা করে তুলে নেওয়া হয়েছে। ওই চারটি জবকার্ডের নম্বর উল্লেখ করে প্রদীপবাবু অভিযোগ করেছেন। তাঁর দাবি, এই দুর্নীতি হয়েছে পঞ্চায়েতের মদতেই। বিধায়কের আরও অভিযোগ, বিষয়টি পঞ্চায়েত জানিয়েও লাভ হয়নি। আরও দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী-সহ নানান সরকারি কর্মীর নাম করেও একশো দিনের প্রকল্পে দুর্নীতি হচ্ছে।

ঝর্ণাদেবীর স্বামী রাজকুমার ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘‘২০১৫ সালে স্ত্রী আত্মঘাতী হন।’’

Advertisement

তবে ওই পঞ্চায়েতের প্রধান ঝর্ণা বিবির দাবি, ‘‘অভিযোগ ঠিক না।’’ যদিও প্রদীপবাবুর দাবি, ‘‘চার জন মৃত মানুষের নামে টাকা তোলা হচ্ছে। এর প্রমাণ দিয়েই অভিযোগ জানিয়েছি।’’

বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান মহকুমাশাসক (কালনা) নীতিন সিংহানিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement