ছ’ঘণ্টার বৈঠকে সাসপেন্ড অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ

শিক্ষামন্ত্রী পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন আগেই। এ বার কলেজ পরিচালন সমিতিও বৈঠক ডেকে সরকারি নির্দেশ মেনেই সাসপেন্ড করল বর্ধমান রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (টিচার-ইন-চার্জ) তারকেশ্বর মণ্ডলকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ০৭:১০
Share:

শিক্ষামন্ত্রী পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন আগেই। এ বার কলেজ পরিচালন সমিতিও বৈঠক ডেকে সরকারি নির্দেশ মেনেই সাসপেন্ড করল বর্ধমান রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (টিচার-ইন-চার্জ) তারকেশ্বর মণ্ডলকে।

Advertisement

শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত প্রায় ছ’ঘণ্টা ধরে বৈঠক চলে। তারপরে শিক্ষা দফতর থেকে পাঠানো সাসপেন্ডের নির্দেশ ধরানো হয় তারকেশ্বরবাবুকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবকুমার পাঁজা বলেন, ‘‘পরিচালন সমিতির সভা চলাকালীন শিক্ষা দফতর থেকে চিঠি দিয়ে তারকেশ্বরবাবুকে অভিযোগের তদন্ত শেষ না হওয়ার পর্যন্ত সাসপেন্ড করার নির্দেশ আসে আমার কাছে। সেই নির্দেশ পরিচালন সমিতির কাছে পাঠিয়ে দিয়েছি।’’ কলেজ পরিচালন সমিতির সম্পাদক সুভাষ সোমও বলেন, ‘‘সরকার যা নির্দেশ দিয়েছে তাই আমরা পালন করেছি।’’ এ দিন আরও সিদ্ধান্ত হয়েছে, সোমবার পর্যন্ত কলেজের দায়িত্ব সামলাবেন পরিচালন সমিতির সদস্য নিরূপমা গোস্বামী। সোমবার ফের পরিচালন সমিতি বৈঠক ডেকে নতুন টিচার-ইন-চার্জ বাছা হবে। এ দিন বৈঠক চলাকালীন দু’দল বহিরাগত ছাত্রের মধ্যে গোলমালও বাধে কলেজ চত্বরে। মাথাও ফাটে এক জনের।

কয়েকদিন আগেই তারকেশ্বরবাবুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন কলেজের অধিকাংশ শিক্ষক-শিক্ষিকারা। তার আগেও বেআইনি কাজকর্মের একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কলেজ সূত্রে জানা যায়, এ দিন সকালে তারকেশ্বরবাবু কলকাতায় যান শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে। কিন্তু দেখা মেলেনি। ফিরে আসার পরে কেউ কেউ পদ ছাড়ার পরামর্শ দেন। পরিচালন সমিতির কয়েকজন সদস্য জানিয়েওছিলেন, বৈঠকে তিনি পদত্যাগ করবেন। কিন্তু তিনি পদ ছাড়তে রাজি না হওয়ায় খবর যায় শিক্ষা দফতরে। তড়িঘড়ি সাসপেন্ডের চিঠি আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement