গোলমালে গ্রেফতার ৩, প্রতিবাদে পথ অবরোধ

দোষীদের গ্রেফতার না করে নিরীহদের ধড়পাকড়ের অভিযোগে উঠল পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগে মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দক্ষিণখণ্ড গ্রামের আগরডিহি পাড়ার বাসিন্দারা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অন্ডাল শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০০:২৪
Share:

দক্ষিণখণ্ডে রাস্তায় বিক্ষোভের ফলে আটকে গাড়ি। নিজস্ব চিত্র।

দোষীদের গ্রেফতার না করে নিরীহদের ধড়পাকড়ের অভিযোগে উঠল পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগে মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দক্ষিণখণ্ড গ্রামের আগরডিহি পাড়ার বাসিন্দারা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার রাতে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে গ্রামে প্রচুর ভিড় জমেছিল। সেই সময় স্থানীয় ঘাঁটিপাড়ার বাসিন্দা তাপস পাল নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার সময় স্থানীয় কয়েক জন যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। ওই যুবকেরা তাপসবাবুকে গালিগালাজ করে বলে অভিযোগ। পরে তাপসবাবু অন্ডাল থানায় ফোন করে বিষয়টি জানান। স্থানীয় সূত্রে খবর, এর পরে গভীর রাতে পুলিশ আগরডিহি পাড়ায় এলে কয়েক জন লোক পুলিশের গাড়ি ভাঙচুর করে। সোমবার রাতে ফের অভিযানে নেমে পুলিশ ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে স্থানীয় চার জনকে গ্রেফতার করে নিয়ে যায়। বাসিন্দারা জানান, ধৃতদের এক জন পুজো উপলক্ষে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। ঘটনায় সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি বাসিন্দাদের। এর পরেই এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। ১০টা নাগাদ পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে এক জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিন জনকে গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর আদালতে পাঠানো হয়। সোমবার পর্যন্ত ধৃতদের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন