চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র কম, ক্ষোভ চাকরিপ্রার্থীদের

পুলিশ জানায়, পরীক্ষার সময়ে দেখা যায়, ৩০০টি প্রশ্নপত্র থাকলেও, চাকরিপ্রার্থীর সংখ্যা ছিল প্রায় ৮০০।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০৩:২১
Share:

রাজবাঁধের বেসরকারি কলেজের এই পরীক্ষাকেন্দ্রেই গোলমাল। নিজস্ব চিত্র

প্রশ্নপত্রের সংখ্যা যা, তার দ্বিগুণেরও বেশি চাকরিপ্রার্থী। এমনই বিপত্তি দেখা গেল ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের চাকরির পরীক্ষায়। এর জেরে শনিবার রাজবাঁধের একটি বেসরকারি কলেজের ওই পরীক্ষার কেন্দ্রে বিক্ষোভও দেখান চাকরিপ্রার্থীদের একাংশ।

Advertisement

পুলিশ জানায়, পরীক্ষার সময়ে দেখা যায়, ৩০০টি প্রশ্নপত্র থাকলেও, চাকরিপ্রার্থীর সংখ্যা ছিল প্রায় ৮০০। ফলে সব প্রার্থী পরীক্ষায় বসতে পারেননি। ওড়িশার বাসিন্দা চিন্ময় রাউ নামে এক চাকরিপ্রার্থী বলেন, ‘‘সকলকেই পরীক্ষায় বসতে দিতে হবে। সংস্থা পরিস্থিতি সামাল দিতে প্রশ্নপত্রের ফটোকপি করায়। আমরা তাতে রাজি হইনি। কারণ, এর ফলে প্রশ্নপত্র ফাঁস হতে পারে।’’ সংস্থার তরফে এক আধিকারিক জানান, তাঁরা ওয়েবসাইটে এই পরীক্ষার বিষয়ে জানিয়েছিলেন। সেই মতো এ দিন এখানে পরীক্ষার দিন ঠিক করা হয়। কিন্তু এ দিন প্রায় ঘণ্টা তিনেক বিক্ষোভের পরে সংস্থার আধিকারিকেরা অন্য দিন পরীক্ষা নেওয়া হবে জানালে বিক্ষোভ ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement