টেন্ডারে দুর্নীতির অভিযোগ রানিগঞ্জে

টেন্ডারে দুর্নীতি-সহ নানা অব্যবস্থার অভিযোগে রানিগঞ্জ ব্লক অফিসে বিক্ষোভ দেখাল ‘আসানসোল কোলফিল্ড কন্ট্রাক্ট ওয়ার্কার্স ইউনিয়ন’। বৃহস্পতিবার তারা বিডিও-কে দাবিগুলি জানিয়ে স্মারকলিপিও দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০১:২০
Share:

ব্লক অফিসে বিক্ষোভ।নিজস্ব চিত্র।

টেন্ডারে দুর্নীতি-সহ নানা অব্যবস্থার অভিযোগে রানিগঞ্জ ব্লক অফিসে বিক্ষোভ দেখাল ‘আসানসোল কোলফিল্ড কন্ট্রাক্ট ওয়ার্কার্স ইউনিয়ন’। বৃহস্পতিবার তারা বিডিও-কে দাবিগুলি জানিয়ে স্মারকলিপিও দেয়।

Advertisement

ওই সংগঠনের সাধারণ সম্পাদক অনল মুখোপাধ্যায় অভিযোগ করেন, গত বছর জানুয়ারিতে তিরাট পঞ্চায়েতে একশো দিনের প্রকল্পে কাজ করে এখনও মজুরি পাননি ২৮ জন। এই বকেয়া মেটানো ও শীঘ্র এলাকায় একশো দিনের কাজ চালুর দাবি জানানো হয়। তিরাট থেকে রানিগঞ্জ রাস্তা নানা জায়গায় খারাপ। ব্লক অফিসের দুই ইঞ্জিনিয়ারের নেতৃত্বে টেন্ডার পদ্ধতিতে দুর্নীতি চলছে বলে অভিযোগ অনলবাবুদের। স্মারকলিপিতে তাঁরা দাবি করেছেন, টাকার বিনিময়ে পছন্দমতো ঠিকাদারদের কাজের বরাত পাইয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন অঙ্গনওয়াড়ির রান্নাঘর তৈরির টেন্ডার, বল্লভপুরে চাপাকল তৈরির ই-টেন্ডারে অস্বচ্ছতা স্পষ্ট বলে অভিযোগ সংগঠনের। নতুন ঠিকাদারেরা যাতে কাজের সুযোগ পান, সে দিকে নজর রাখার দাবি জানানো হয় বিডিও-র কাছে।

আরও অভিযোগ করা হয়, ইসিএলের বালির গাড়ি চলাচলের ফলে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। নিয়মিত রাস্তা পরিষ্কার করার জন্য ইসিএল কর্তৃপক্ষকে জানানোর আর্জি জানানো হয় ব্লক প্রশাসনের কাছে।

Advertisement

এ ছাড়া চিমনিভাটার ছাড়পত্রের জন্য শুধু এই ব্লকে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে বলে অভিযোগ সংগঠনের। এ দিন তারা রানিগঞ্জের বিএলএলআরও-র কাছেও স্মারকলিপি দেয়। তাতে এলাকার মানুষজন যাতে বালিঘাটে মজুরের কাজ পান, সেই ব্যবস্থা করার দাবি জানানো হয়। রানিগঞ্জের বিডিও প্রশান্ত মাহাতো এবং বিএলএলআরও সুমন সরকার জানান, দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন