‘গাফিলতি’, মৃত্যু সদ্যোজাতের

চিকিৎসকের গাফিলতিতে সদ্যোজাত শিশুপুত্রের মৃত্যুর অভিযোগ উঠল। শনিবার রানিগঞ্জের একটি নার্সিংহোমের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০৩:৪৫
Share:

নার্সিংহোমে অশান্তি। রানিগঞ্জে। —নিজস্ব চিত্র।

চিকিৎসকের গাফিলতিতে সদ্যোজাত শিশুপুত্রের মৃত্যুর অভিযোগ উঠল। শনিবার রানিগঞ্জের একটি নার্সিংহোমের ঘটনা।

Advertisement

জামুড়িয়ার বোগড়াচটির বাসিন্দা সন্দীপ হেলা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ প্রসব-যন্ত্রণা হওয়ায় তাঁর স্ত্রী কাজলদেবীকে নার্সিংহোমের এক চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়। শনিবার দুপুর ২টো নাগাদ কাজলদেবী শিশুপুত্রের জন্ম দেন। এর ঠিক আধ ঘণ্টা বাদে চিকিৎসক জানান, শিশুর মৃত্যু হয়েছে। সন্দীপবাবু সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘‘চিকিৎসকের গাফিলতিতেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁর শাস্তি চাই। আমরা আমরাসোঁতা ফাঁড়িতে অভিযোগ দায়ের করব।”

নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর খবর চাউর হওয়ার পরে বিকেল সাড়ে ৫টা নাগাদ পরিবারের লোকজন পড়শিদের নিয়ে নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক বলেন, “কাজলদেবীর পেটে ‘ভাইরাস ইনফেকশন’ হয়েছিল। তার প্রভাব পড়ে শিশুটির উপর। প্রসবের পরে সদ্যোজাত নিশ্বাস নিতে পারছিল না। তার জেরেই মৃত্যু হয়েছে। চিকিৎসায় গাফিলতি হয়নি।’’ পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সংশ্লিষ্ট দফতরের কাছে রিপোর্ট পাঠানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন