TMC

TMC: সরকারি অনুষ্ঠানে স্লোগান, অভিযোগ

গত ডিসেম্বরে নিগমের তৎকালীন চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরী পদ থেকে সরে দাঁড়িয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ০৭:৪৩
Share:

সংবর্ধনা-সভায়। নিজস্ব চিত্র।

সরকারি অনুষ্ঠানে তৃণমূলের দলীয় স্লোগান দিতে দেখা গিয়েছে কয়েকজনকে। এমনই অভিযোগ বিজেপির। বিষয়টি নিয়ে বিতর্ক বেধেছে দুর্গাপুরে। উপলক্ষ, বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান সুভাষ মণ্ডলের সংবর্ধনা-সভা।

Advertisement

এ দিনের অনুষ্ঠানের আয়োজক ছিল, এসবিএসটিসি। সেখানে সুভাষবাবু ছাড়াও ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদ, দুর্গাপুর পুরসভার কর্তারা, আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক-সহ অন্যেরা। বিজেপির অন্যতম জেলা সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ, ‘‘সরকারি ওই অনুষ্ঠানে তৃণমূলের নেতা এবং তাদের শ্রমিক সংগঠনের নামে বারবার স্লোগান দিয়েছেন কয়েকজন। সরকার আর দল তৃণমূলের আমলে এক হয়ে গিয়েছে।’’

যদিও নবনিযুক্ত চেয়ারম্যান তথা ভাতারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুভাষবাবু বলেন, ‘‘কে বা কারা কী স্লোগান দিয়েছেন, তা আমার জানা নেই।’’ অভিজিৎ ঘটকের প্রতিক্রিয়া, ‘‘ওই অনুষ্ঠানে শ্রমিকেরাও ছিলেন। স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হিসেবে তাঁরা হয়তো কিছু বলে থাকতে পারেন। এর মধ্যে অযথা রাজনীতি খুঁজছে বিজেপি।’’

Advertisement

গত ডিসেম্বরে নিগমের তৎকালীন চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরী পদ থেকে সরে দাঁড়িয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। দুর্গাপুর পূর্বে বিজেপির প্রার্থীও হন তিনি। তখন থেকে চেয়ারম্যানের পদটি ফাঁকা ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement