বিজেপি কর্মীকে মারের নালিশ

নিজের দলের কর্মীকেই মারধরের অভিযোগ উঠল কয়েকজন বিজেপি সমর্থকের বিরুদ্ধে। আহত কর্মীর নাম উজ্জ্বল বালা। কাটোয়া কলেজ পাড়া এলাকার বাসিন্দা তিনি। পুলিশ ও বিজেপি সূত্রের খবর, রবিবার রাত ১০টা নাগাদ প্রচার সেরে ফিরছিলেন উজ্জ্বলবাবু।

Advertisement
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০০:৫০
Share:

নিজের দলের কর্মীকেই মারধরের অভিযোগ উঠল কয়েকজন বিজেপি সমর্থকের বিরুদ্ধে। আহত কর্মীর নাম উজ্জ্বল বালা। কাটোয়া কলেজ পাড়া এলাকার বাসিন্দা তিনি। পুলিশ ও বিজেপি সূত্রের খবর, রবিবার রাত ১০টা নাগাদ প্রচার সেরে ফিরছিলেন উজ্জ্বলবাবু। তখনই কাটোয়া প্রধান ডাকঘরের সামনে তাঁকে কয়েক জন দুষ্কৃতী মারধর করেন বলে অভিযোগ। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে মোটরবাইকে পালায় দুষ্কৃতীরা। স্থানীরাই উজ্জ্বলবাবুকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করান। কাটোয়ার এ বারের বিজেপি প্রার্থী অনিল দত্ত সোমবার সকালে হাসপাতালে যান। পরে তিনি আট জনের নামে দলীর কর্মীকে মারধর, দেওয়াল লিখন মুছে দেওয়া, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ দায়ের করেন। অনিলবাবুর দাবি, ওই আট জন আগে তাঁর দলেরই সমর্থক ছিল। কিন্তু বিভিন্ন অসামাজিক কাজের বিরোধিতা করায় তারা দলীয় কর্মীকে মারধর করেছে। বেশ কিছু এলাকায় তাঁর নামে দেওয়াল লিখন মুছে দেওয়া ও হোর্ডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেন অনিলবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন