Crime Against Women

আদালত থেকে বাড়ি ফেরার সময় বধূকে গণধর্ষণ পূর্ব বর্ধমানে!

বধূ পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামীর সঙ্গে একটি মামলা চলছিল। তার নিষ্পত্তির জন্য বুধবার তিনি কাটোয়া আদালতে যান। মহিলা বাপের বাড়িতেই থাকেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২৩:২০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এ বার গণধর্ষণের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। আদালত থেকে ফেরার পথে এক বধূকে বুধবার রাতে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা বধূ রাতেই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার কাটোয়া আদালতে হাজির করানো হয়। পুলিশ ধৃতদের সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায়। বিচারক ধৃতদের পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালতে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

Advertisement

ওই বধূ পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামীর সঙ্গে একটি মামলা চলছিল। তার নিষ্পত্তির জন্য বুধবার তিনি কাটোয়া আদালতে যান। মহিলা বাপের বাড়িতেই থাকেন। কাটোয়া আদালতে কাজ মিটিয়ে মহিলা ও তাঁর স্বামী দু’জনেই কাটোয়া বাসস্ট্যান্ড থেকে বাস ধরেন বাড়ি ফেরার জন্য। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁরা বাস থেকে নামেন। মহিলার কথায়, ‘‘যে হেতু আমি একা ছিলাম, তাই স্বামীকে বলি কিছুটা এগিয়ে দিতে। আমার স্বামী কিছুটা এগিয়ে দেন। এর পর হেঁটে একাই বাপের বাড়ি ফিরছিলাম। গ্রামের রাস্তা ধরে হেঁটে বাড়ি ফেরার সময় রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ একটি পোল্ট্রি ফার্মের কাছে ওই দু’জন রাস্তা আটকায়। জোর করে মাঠের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে আমাকে।’’

মহিলা জানিয়েছেন, তিনি অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। পালিয়ে গিয়েছিলেন অভিযুক্তেরা। এর পর মহিলা কোনও ক্রমে বাড়ি ফেরেন। মহিলা পরিবারের কাছে বিষয়টি জানানোর পর রাতেই অভিযোগ দায়ের করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement