Club For Women

মেয়েদের মনের কথা বলার জন্য চালু ক্লাব

আয়োজক সংস্থার তরফে সমাজকর্মী চন্দ্রশেখর কুণ্ডু জানান, শারীরিক সমস্যা ও অসুস্থতা বাইরে থেকে বোঝা যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ০৭:৪৩
Share:

মাতৃ দিবস উদযাপন। নিজস্ব চিত্র।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মেয়েদের জন্য ‘মনের কথা’ ক্লাব চালু হল রবিবার বনসড়াকডিহিতে।‌ আয়োজিত হল ‘নীরবতা ভঙ্গ, মাতৃত্ব, মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’ শীর্ষক একটি কর্মশালাও। কর্মশালায় কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের‌ শিক্ষিকা নম্রতা ভৌমিক জানান, নিম্নবিত্ত পরিবারের অনেক মহিলা আর্থিক কারণ, মাতৃত্বের চাপ, সাংসারিক সমস্যা ও গার্হস্থ্য অত্যাচার নিয়ে জর্জরিত।‌ কিন্তু তাঁরা কাউকে নিজেদের সমস্যার কথা বলতে পারে না। তাতে মানসিক অবসাদ থেকে আত্মহত্যার ঘটনা ঘটে।‌ এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একত্র হয়ে মনের কথা খুলে বলার মাধ্যমে উত্তরণের ডাকই ছিল এ দিনের কর্মসভার মূল বিষয়।

আয়োজক সংস্থার তরফে সমাজকর্মী চন্দ্রশেখর কুণ্ডু জানান, শারীরিক সমস্যা ও অসুস্থতা বাইরে থেকে বোঝা যায়। কিন্তু মানসিক স্বাস্থ্য খারাপ হলে সহজে বোঝা যায় না। লোকলজ্জার ভয়ে অনেকে এ নিয়ে আলোচনা করতে চান না। প্রতিবেশীদের সঙ্গে মনের কথা বলে আত্মবিশ্বাসী হওয়ার জন্যই আর্থিক ভাবে পিছিয়ে পড়া এলাকায় এ দিন ‘মনের কথা’ ক্লাব চালু হল। এ দিন ৭০ জন মহিলা কর্মশালায় যোগ দেন। যোগ দিতে আসা রুপালি টুডু, পূর্ণিমা সোরেনরা জানান, এ দিন আলোচনার পাশাপাশি এমন একটি ক্লাব চালু হওয়ায় তাঁরা খুশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন