Andal Airport

বিমানবন্দর জীবাণুমুক্ত করল দমকলের ইঞ্জিন

বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা বলেন, ‘‘পরিষেবা শুরুর আগে সবরকম সতর্কতামূলক  পদক্ষেপ করা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৫ মে ২০২০ ০৫:০৭
Share:

অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে চলতি মাসের ২৮ তারিখের আগে বিমান চালানো সম্ভব নয়। তবে উড়ান চালুর আগে অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে রবিবার দমকল জীবাণুমুক্ত করতে বিশেষ পদক্ষেপ করল।

Advertisement

বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা বলেন, ‘‘পরিষেবা শুরুর আগে সবরকম সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে।’’

এই বিমানবন্দর থেকে মুম্বই ও চেন্নাই রুটে সপ্তাহে সাতদিন বিমান পরিষেবা দেয় বেসরকারি সংস্থা ‘স্পাইস জেট’। এ ছাড়া সপ্তাহে চার দিন দিল্লি ও হায়দরাবাদ রুটে বিমান চালায় ‘এয়ার ইন্ডিয়া’। ইতিমধ্যেই বেসরকারি সংস্থা সোমবার থেকে পরিষেবা চালু করার কথা জানিয়েছিল। তবে এয়ার ইন্ডিয়া কবে থেকে বিমান চালাবে তা এখনও জানায়নি বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। আপাতত তাই দিনে মাত্র দু’টি উড়ান শুরু হচ্ছে অণ্ডাল থেকে। চেন্নাইয়ের বিমান আগের মতোই সন্ধ্যায় অণ্ডালে আসবে। তবে মুম্বইয়ের বিমান সন্ধ্যার বদলে এখন দুপুরে নামবে।

Advertisement

যদিও চিত্রটা বদলে যায় রবিবার সন্ধ্যায়। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুরোধে আগামী ২৮ তারিখ থেকেই পরিষেবা শুরু করার কথা ভাবা হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, পরিষেবা ফের চালুর আগে পুরো বিমানবন্দর চত্বর জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয় এ দিন। রবিবার বিমানবন্দরের গেট, টার্মিনাল, টিকিট কাউন্টার, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ভবন, বিমানবন্দরের অ্যাম্বুল্যান্স-সহ সর্বত্র জীবাণুনাশক ‘স্প্রে’ করে দমকলের দু’টি ইঞ্জিন।

বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ববাবু বলেন, ‘‘অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের যাবতীয় নির্দেশিকা মেনে, নির্দিষ্ট স্বাস্থ্যবিধি বজায় রেখেই পরিষেবা চালু হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের সহযোগিতা চাওয়া হয়েছে।’’ সে জন্য যাত্রীদের বিমানে ওঠার অন্তত দু’ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে। ‘ফিজিক্যাল চেক ইন’ ব্যবস্থা থাকবে না। ‘ওয়েব চেক ইন’-এর ব্যবস্থা করে বিমানবন্দরে যেতে হবে যাত্রীদের। বিমাবন্দরে ঢোকা থেকে শুরু করে বিমানে যাত্রা, সব সময় যাত্রীদের ‘মাস্ক’ পরে থাকতে হবে। বিমানবন্দরে ঢোকার মুখে যাত্রীদের ‘থার্মাল স্ক্যানিং’ হবে। বিমানবন্দরে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অসুস্থ, বেশি বয়স্ক, অন্তঃসত্ত্বাদের আপাতত বিমান-যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন