ফের অটো-দৌরাত্ম্য, নিগ্রহ মহিলাকে

অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ফের উঠল আসানসোলে। দিন দশেক আগে এক রাতে জ্বালানি নিতে আসা দুই অটোর চালকের হাতে আক্রান্ত হয়েছিলেন এক পেট্রোল পাম্পের কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫১
Share:

এই অটোর চালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নিজস্ব চিত্র।

অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ফের উঠল আসানসোলে। দিন দশেক আগে এক রাতে জ্বালানি নিতে আসা দুই অটোর চালকের হাতে আক্রান্ত হয়েছিলেন এক পেট্রোল পাম্পের কর্মীরা। এ বার ভাড়া নিয়ে বিবাদে এক মহিলা যাত্রীকে মারধরের অভিযোগ উঠল এক অটো চালকের বিরুদ্ধে।

Advertisement

আসানসোলের উষাগ্রামে মঙ্গলবার ওই চালককে ধরে পুলিশের হাতে তুলে দেন আশপাশের বাসিন্দারা। বিভা দাস নামে ওই যাত্রী অভিযোগ দায়ের করার পরে তাকে গ্রেফতার করা হয়। শহরে বারবার এমন অটোচালকদের এমন দুর্ব্যবহার, দৌরাত্ম্য নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। এ দিনের ঘটনার নিন্দা করে জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, ‘‘অটো চালকদের নির্দিষ্ট বিধিনিষেধ মেনে চলতে হবে। তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

আসানসোলের মহিশীলা বটতলা এলাকার বাসিন্দা বিভা দাস জানান, প্রায় কুড়ি কিলোমিটার দূরের এক মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তিনি প্রায়ই উষাগ্রামের দুর্গামন্দিরের কাছ থেকে অটো ভাড়া করেন। পরিচিত অটো চালকেরা মন্দিরে যাতায়াতের জন্য তিনশো টাকা নেন। এ দিন পুজো দিতে যাওয়ার সময়ে অটো ধরতে গিয়ে পরিচিত কোনও চালককে পাননি। তাই অপিরিচিত ওই চালকের অটো ভাড়া করেন। পাপ্পু সিংহ নামে ওই চালক চারশো টাকা দাবি করেন। তিনি রাজি হয়ে যান।

Advertisement

বিভাদেবী আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ করেন, পুজো দিয়ে ফিরে আসার পরে তিনি ভাড়া মেটাতে গেলে অটো চালক আটশো টাকা দাবি করে। কারণ জানতে চাইলে সে জানায়, মন্দিরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। সে জন্য এই বাড়তি টাকা দিতে হবে। বিভাদেবী বলেন, ‘‘আমি পাঁচশো টাকা পর্যন্ত দিতে রাজি হই। কিন্তু ওই অটো চালক তা মানতে চায়নি।’’ অভিযোগ, এ নিয়ে বচসা শুরু হতেই বিভাদেবীকে চড় মারে পাপ্পু। তার পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। টানাহ্যাঁচড়ায় পড়ে যান বিভাদেবী। তা দেখে লোকজন ছুটে আসেন। পাপ্পুকে ধরে ফেলেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশপাশের কিছু অটো চালক পাপ্পুকে তাঁদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে অভিযুক্ত অটো চালককে ধরে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য একটি অটোর যাত্রী কৃষ্ণা মণ্ডলের অভিযোগ, ‘‘মহিলাকে নিগ্রহের প্রতিবাদ করেছি বলে কয়েক জন অটো চালক হুমকি দিয়েছে।’’

হেনস্থায় অসুস্থ হয়ে বাড়িতে বিভা দাস। নিজস্ব চিত্র।

ওই অটো চালক গ্রেফতার হওয়ার পরেও রীতিমতো আতঙ্কে রয়েছেন বিভাদেবী। পড়ে গিয়ে অসুস্থও হয়ে পড়েন। ঘটনার পর থেকে বাড়ি থেকে বেরোননি। বুধবার তিনি বলেন, ‘‘ওই চালক এত অপমান করেছে যে বাইরে বেরোতে লজ্জা করছে!’’ পুলিশের কাছে ঘটনার বিবরণ জানিয়েছেন তিনি। এসিপি (সেন্ট্রাল) বরুণ বৈদ্য বলেন, ‘‘মহিলার অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।’’

এর আগে ১৭ সেপ্টেম্বর রাতে আসানসোলের ২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এক পেট্রোল পাম্পে তেল ভরতে এসে কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল অটো চালকদের বিরুদ্ধে। ওই কর্মীদের কাছ থেকে টাকাকড়ি ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। আসানসোল উত্তর থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতারও করে। তার পরে আবার যাত্রী-নিগ্রহের ঘটনায় শহরে অটো চালকদের দাপাদাপি নিয়ে প্রশ্ন উঠেছে। আসানসোলে আইএনটিটিইউসি-র তরফে অটো ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা আকাশ মুখোপাধ্যায়ও বলেন, ‘‘আমরা এই ঘটনা একেবারে প্রশ্রয় দিই না। অন্যায় করলে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিক।’’ এসিপি (সেন্ট্রাল) বরুণবাবুর অবশ্য আশ্বাস, ‘‘আসানসোলে কোনও ভাবেই অটো চালকদের বেয়াদপি বরদাস্ত করা হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন