রাতে পেট্রোল পাম্পে তাণ্ডব অটো চালকদের

অটো চালকদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ উঠল আসানসোলেও। মাঝ রাতে তেল নিতে পেট্রোল পাম্পে এসে দুই অটো চালক কর্মীদের মারধর করে, টাকাকড়ি কেড়ে নেয় বলে অভিযোগ। যদিও পুলিশে কোনও লিখিত অভিযোগ করা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৮
Share:

প্রহৃত কর্মী। —নিজস্ব চিত্র।

অটো চালকদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ উঠল আসানসোলেও। মাঝ রাতে তেল নিতে পেট্রোল পাম্পে এসে দুই অটো চালক কর্মীদের মারধর করে, টাকাকড়ি কেড়ে নেয় বলে অভিযোগ। যদিও পুলিশে কোনও লিখিত অভিযোগ করা হয়নি।

Advertisement

শনিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানার সেনর‌্যালে রোড ও ২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি পেট্রেল পাম্পে। ঘটনার সময়ে পাম্পে কাজ করছিলেন লালমোহন যাদব ও সোমনাথ রায় নামে দুই কর্মী। তাঁরা অভিযোগ করেন, দু’টি অটোতে চড়ে জনা কয়েক লোক সেই সময় পাম্পে তেল নিতে আসে। একটি অটোতে তেল ভরা হয়ে গিয়েছিল। অন্যটিতে তেল ভরতে যাওয়ার সময়েই লোডশেডিং হয়ে যায়। লালমোহনবাবু বলেন, ‘‘আমি অটো চালকদের জানাই, জেনারেটর চালাতে হবে। তাই তেল দিতে একটু দেরি হবে।’’ অভিযোগ, দেরির কথা শুনেই খেপে ওঠে অটো চালকেরা। তারা লালমোহনবাবুকে মাটিতে ফেলে বেধড়ক মারধর শুরু করে। তা দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন অপর কর্মী সোমনাথবাবু। তাঁর অভিযোগ, ‘‘আমাকেও খুব মারধর করে। মাথা ফাটিয়ে দিয়েছে।’’

পাম্পের কর্মীরা আরও অভিযোগ করেন, মারধরের পরে তাঁদের কাছে থাকা তেল বিক্রির সমস্ত টাকা ওই অটো চালকেরা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার প্রতিবাদে রবিবার সকালে বেশ কয়েক ঘণ্টা পাম্পে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে শনিবার রাতের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে।

Advertisement

পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) বরুণ বৈদ্য অবশ্য রবিবার বলেন, ‘‘আমরা ঘটনার কথা শুনেছি। তবে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ এডিসিপি (সেন্ট্রাল) জে মার্সিও বলেন, ‘‘দু’পক্ষের মধ্যে একটি গোলমালের ঘটনা ঘটেছে। তবে পুলিশের কাছে অভিযোগ দায়ের না হওয়ায় তদন্ত করা যাচ্ছে না।’’

পাম্পটির মালিক অজয় খেতান অভিযোগ করেন, বারবার পেট্রোল পাম্পে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। কিছু দিন আগে জামুড়িয়াতেও এই রকম ঘটনা ঘটে। তাঁর বক্তব্য, ‘‘পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের এই আক্রমণ বন্ধে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের।’’ কিন্তু শনিবার রাতের ঘটনায় তাঁরা পুলিশে লিখিত অভিযোগ করলেন না কেন? অজয়বাবুর দাবি, তিনি কর্মীদের অভিযোগ দায়ের করতে বলেছেন।

পাম্পে অটো চালকদের এই রকম দৌরাত্ম্যের নিন্দা করে আসানসোলে আইএনটিটিইউসি অনুমোদিত পরিবহণ কর্মী সংগঠনের নেতা রাজু অহলুওয়ালিয়া বলেন, ‘‘যাদের সঙ্গে গোলমাল হয়েছে, তারা আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত নয়। তাদের পারমিটও নেই বলে জেনেছি। পুলিশ ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন