স্বামীর পরিচিতিই ভরসা অনুভার

আসন সংরক্ষিত হয়ে গিয়েছে মহিলাদের জন্য। তাই বছর কুড়ি পরে পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নেই তিনি। তবে প্রচারে পুরোদমেই আছেন পাণ্ডবেশ্বরের জেলা পরিষদের বিদায়ী সদস্য নরেন চক্রবর্তী। কারণ, এ বার প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী অনুভা চক্রবর্তী।

Advertisement

নীলোৎপল রায়চৌধুরী

শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১৬:৩৮
Share:

স্ত্রীর সঙ্গে প্রচারে নরেনবাবু। নিজস্ব চিত্র

আসন সংরক্ষিত হয়ে গিয়েছে মহিলাদের জন্য। তাই বছর কুড়ি পরে পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নেই তিনি। তবে প্রচারে পুরোদমেই আছেন পাণ্ডবেশ্বরের জেলা পরিষদের বিদায়ী সদস্য নরেন চক্রবর্তী। কারণ, এ বার প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী অনুভা চক্রবর্তী।

Advertisement

তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি তথা জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষা নরেনবাবুর আসনটি এ বার মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় দল প্রার্থী করেছে অনুভাদেবীকে। এই আসনটি কেন্দ্রা, নবগ্রাম ও বৈদ্যনাথপুর পঞ্চায়েত এলাকা নিয়ে গড়া। ব্লকের সব ক’টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে তৃণমূল। তবে শুধু জেলা পরিষদের এই আসনে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে রয়েছে বিজেপি এবং সিপিএম।

নরেনবাবু ১৯৮৮ সালে পাণ্ডবেশ্বরের ছোড়া পঞ্চায়েতে উপপ্রধান ও ১৯৯৩ থেকে ২০০২ প্রধান পদে ছিলেন। ২০০৩ সালে পঞ্চায়েত সদস্য, ২০০৮-এ পঞ্চায়েত সমিতির সদস্য ও ২০১৩ সালে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৩ থেকে দলের ব্লক সভাপতির দায়িত্বও পালন করছেন। গত বিধানসভা ভোটের কয়েক মাস আগে ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার অভিযোগে দমদম বিমানবন্দরে গ্রেফতার হন নরেনবাবু। পরে জামিনে ছাড়া পান।

Advertisement

এ বার স্ত্রী অনুভাদেবীর সঙ্গে নিয়মিত প্রচারে বেরোচ্ছেন নরেনবাবু। দলের মহিলাদের নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে প্রচার সারছেন অনুভাদেবী নিজেও। তিনি দাবি করেন, ‘‘প্রচারে গিয়ে বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ মানুষের অনেক কাছে পৌঁছে দিয়েছে আমাদের। তার ফল ভোটেও পাব।’’ তিনি আরও বলেন, ‘‘স্বামীর সঙ্গে মানুষের নিয়মিত যোগাযোগ প্রার্থী হিসেবে আমার পরিচিতও তৈরি করে দিচ্ছে।’’

নরেনবাবু কোনও কথা বলতে চাননি। তবে দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন বলেন, “পাণ্ডবেশ্বরে জেলা পরিষদের দু’টি আসনই সংরক্ষিত। তাই নরেনবাবুকে প্রার্থী করা যায়নি। তবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement