তৃণমূলের পার্টি অফিস পোড়ানোর নালিশ

৩ আসনে কংগ্রেস জিতল গলসিতে

সবুজ ঝড়েও গলসির দুই ব্লকের তিনটি পঞ্চায়েতের আসনে জিতেছে কংগ্রেস। জেলায় বিরোধী যেখানে প্রায় নিশ্চিহ্ন সেখানে এই জয় উল্লেখযোগ্য বলেই মনে করছেন নেতারা। যদিও তৃণমূলের দাবি, তিন জয়ী প্রার্থীর মধ্যে দু’জন তৃণমূলের হয়েই কাজ করতেন।

Advertisement

কাজল মির্জা

গলসি শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০১:৪৩
Share:

জ্বলছে: আগুন তৃণমূলের পার্টি অফিসে, গলসি ১ ব্লকের বামুনাড়ায়। নিজস্ব চিত্র

সবুজ ঝড়েও গলসির দুই ব্লকের তিনটি পঞ্চায়েতের আসনে জিতেছে কংগ্রেস। জেলায় বিরোধী যেখানে প্রায় নিশ্চিহ্ন সেখানে এই জয় উল্লেখযোগ্য বলেই মনে করছেন নেতারা। যদিও তৃণমূলের দাবি, তিন জয়ী প্রার্থীর মধ্যে দু’জন তৃণমূলের হয়েই কাজ করতেন। ভোটের আগে টিকিট না পাওয়ায় কংগ্রেসে গিয়েছেন।

Advertisement

গলসির ওই এলাকায় ফল বেরনোর দিন রাতেই আবার তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস যদিও অভিযোগ মানেনি। আর তৃণমূলের দাবি, জেতার পরেই কংগ্রেস সন্ত্রাস ছড়াচ্ছে এলাকায়।

এ বারের পঞ্চায়েত ভোটে গলসির ১ ব্লকের ১৪১টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ১৩১টি জিতেছে তৃণমূল। পঞ্চায়েত সমিতির ২৭টির মধ্যে ২৫টিও তাদের দখলে। ৩টি জেলা পরিষদের আসনেও তারাই জয়ী। বিরোধীদের চিহ্ন যেখানে প্রায় নেই সেখানে জিতে নজর কেড়েছেন লোয়া-রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের বামুনাড়া সংসদের কংগ্রেসের প্রার্থী রেজওয়ান শেখ ও লোয়া সংসদের প্রার্থী রওশন শেখ। দলের নেতার খোলাখুলিই বলছেন, এই দু’জনের উপর ভর করে এই ব্লকে অস্তিত্ব টিকে থাকল। গলসির ২ ব্লকে কুরকুবা অঞ্চলের ৬ নম্বর আসনেও জিতেছেন কংগ্রস প্রার্থী শেখ নুর ইসলাম। ভোটের দিন এই বুথেই ব্যালট ছিনতইয়ের অভিযোগ উঠেছিল। পুননির্বাচনও হয়। ফল বেরনোর পরে দেখা যায়, ২২৬ ভোটে তৃণমূলকে হারিয়েছেন নুর ইসলাম।

Advertisement

গলসি ১-এর কংগ্রেস ব্লক সভাপতি ওমর ফারুক শাহ বলেন, “যদিও আমাদের প্রত্যাশামতো ফল হয়নি। তবুও আমরা খুশি। ওই জয়ী প্রার্থীরাই আমাদের আন্দোলনের পথ দেখাবেন।”

ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন রেজওয়ান শেখ ও রওশন শেখ। কংগ্রেসের দাবি, দলের জোর বাড়ে এতে। ভোটের দিন বোমাবাজিও হয় বামুনাড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে শান্তিপূর্ণ ভোট হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে ফের এলাকা উত্তপ্ত হয়ে উঠে। আগুন লাগে তৃণমূলের পার্টি অফিসে। তাদের দাবি, জেতার পরেই কংগ্রেস এলাকায় সন্ত্রাস ছড়াতে আগুন লাগিয়েছে। তৃণমূলের গলসি ১ ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, “এত দিন ওরা দলের হয়ে কাজ করে গ্রামের মানুষের আস্থা অর্জন করেছিল। কিন্তু প্রতীক না পাওয়ায় কংগ্রেসে চলে যায়। সেই আস্থাতেই ওরা জিতেছে। ওই ভোট কংগ্রেসের নিজস্ব ভোট নয়।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘কংগ্রেস মাটি পেতে আমাদের পার্টি অফিস পুড়িয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। আমরা নজর রেখেছি।”

যদিও জাকির হোসেনের অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেসের প্রতীকে জেতা রেজওয়ান শেখ বলেন, “আমাদের ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। ওরা নিজেদের পার্টি অফিস নিজেরাই পুড়িয়ে আমাদের দোষী করছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন