ছাদ থেকে পড়ে মৃত ভুটানের বাসিন্দা

বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল ভুটানের এক বাসিন্দার। সোমবার রাতে দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালের পাশে বহুতল লজের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় সিংভি তামাংয়ের (৪০)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ০১:০১
Share:

বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল ভুটানের এক বাসিন্দার। সোমবার রাতে দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালের পাশে বহুতল লজের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় সিংভি তামাংয়ের (৪০)। তাঁর বাড়ি ভুটানের সিরাং জেলায়। মঙ্গলবার দেহ ময়না-তদন্ত করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এ দিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতার ভুটানের কনসাল জেনারেলের দফতরের আধিকারিকেরা।

Advertisement

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষক সিংভি শনিবার দুর্গাপুরে আসেন দিদি সীতামায়া তামাংয়ের ছেলের হৃদযন্ত্রের চিকিৎসা করাতে। রবিবার শিশুটির অস্ত্রোপচার হয়। সে দিন অসুস্থ হয়ে সিংভিও হাসপাতালে চিকিৎসা করান। হাসপাতালের পাশে একটি চারতলা লজে থাকছিলেন তিনি। সোমবার রাত ১০টা নাগাদ উপর থেকে কিছু পড়ার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা গিয়ে দেখেন, লজের নীচে রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে রয়েছেন সিংভি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে কলকাতার ভুটান কনসাল জেনারেলের দফতরের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা কথা বলেন পুলিশের সঙ্গেও। নিউটাউনশিপ থানার পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, রাতে ছাদে পায়চারি করার সময়ে কোনও ভাবে ছাদ থেকে নীচে পড়ে সিংভি মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement