BJP

পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে সরব বিজেপির রাহুল

শাসক দলের লোকজন রেশনের চাল-ডাল লোপাট করে দিচ্ছেন বলেও এ দিন অভিযোগ করেন রাহুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ০৫:৩৭
Share:

বর্ধমানে রাহুল সিংহ। নিজস্ব চিত্র

পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ। সোমবার বর্ধমানে এসে তিনি রেশনে এবং ‘আমপান’-এ ক্ষতিপূরণ দেওয়া নিয়ে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন। যদিও তাঁর অভিযোগকে আমল দিতে চাননি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বপন দেবনাথ।

Advertisement

এ দিন রাহুলের মন্তব্য, ‘‘পরিযায়ী শ্রমিকদের প্রতি অন্যায় আচরণ করছে রাজ্য সরকার। এই বাংলায় একমাত্র পরিযায়ী শ্রমিক যিনি সুখে আছেন, তাঁর নাম প্রশান্ত কিশোর। ৫০০ কোটি টাকা রোজগার করছেন। বাকি পরিযায়ী শ্রমিকেরা অশান্ত হয়ে গিয়েছেন।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘পরিযায়ী শ্রমিকদের চাল রেশন থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে তৃণমূলের লোকজন। ‘কোয়রান্টিন’ কেন্দ্রের নামে ‘যন্ত্রণা কেন্দ্র’ খোলা হয়েছে।’’

শাসক দলের লোকজন রেশনের চাল-ডাল লোপাট করে দিচ্ছেন বলেও এ দিন অভিযোগ করেন রাহুল। তাঁর আরও দাবি, ‘‘আমপানের ক্ষতিপূরণে দুর্নীতি হচ্ছে। যে তালিকা করা হয়েছে তার ৯০ শতাংশই ভুয়ো। মুখ্যমন্ত্রী সে জন্যই পঞ্চায়েতকে বাদ দিয়ে সরাসরি ক্ষতিগ্রস্তদের টাকা দিচ্ছেন।’’

Advertisement

এই পরিস্থিতিতে তাঁরা রাজ্য জুড়ে প্রচারে নামছেন বলে জানান রাহুল। তিনি জানান, ‘আত্মনির্ভর ভারত’-এর বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে রাজ্যের ৭৮ হাজার বুথে বাড়ি-বাড়ি যাবেন তাঁদের কর্মীরা। সেই সঙ্গে দলের তরফে ক্ষোভ-পত্র দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। সম্প্রতি বিজেপির ‘ভার্চুয়াল’ সভা নিয়ে তৃণমূল নানা অভিযোগ তুলেছে। সে প্রসঙ্গে রাহুলের বক্তব্য, ‘‘মাঠে-ময়দানে সভা করতে যা খরচ হয়, ‘ভার্চুয়াল’ সভায় তার দশ শতাংশও হচ্ছে না। আমাদের দেখে তৃণমূলও এটাই শুরু করবে।’’

প্রশান্ত কিশোর নিয়ে রাহুলের মন্তব্য প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্বপনবাবুর প্রতিক্রিয়া, ‘‘বিজেপি রাজনীতির কথা বলছে।’’ তাঁর আরও দাবি, ‘‘বিজেপি নয়, মানুষের সঙ্গে আমরা আছি। তাই আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ থেকে রেশনের ব্যবস্থা করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে শ্রমিকেরা কী ভাবে রয়েছেন, তা সবাই জানেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন