অতিথি বিজেপি নেতারা, প্রতিবাদ

কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত প্রচারে দেশ জুড়ে নানা রাষ্ট্রায়ত্ত সংস্থায় ‘সবকা সাথ ও সবকা বিকাশ’ নামে এই রকম প্রায় সাড়ে পাঁচশো অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ইসিএলের তরফে ১৫ জুন কুনুস্তরিয়ার প্রগতি ময়দানে এই অনুষ্ঠান হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ০১:২১
Share:

এই কার্ড নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র

কয়লা মন্ত্রকের নির্দেশে সরকারের উন্নয়নের কাজের প্রচারে অনুষ্ঠানের আয়োজন করেছে ইসিএল। আমন্ত্রণপত্রে অতিথি-তালিকায় স্থানীয় বিজেপি নেতাদের নাম থাকায় সরব হয়েছে তৃণমূল। শহরের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, সরকারি অর্থে দলীয় প্রচারের চেষ্টা চলছে। একই অভিযোগ তুলে অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে ইসিএলের কিছু কেন্দ্রীয় শ্রমিক সংগঠনও। যদিও দলীয় নেতাদের নাম থাকায় অন্যায় দেখছেন না বিজেপি নেতৃত্ব। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, ‘‘আমরা শুধু সরকার ও মন্ত্রকের নির্দেশ পালন করেছি।’’

Advertisement

কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত প্রচারে দেশ জুড়ে নানা রাষ্ট্রায়ত্ত সংস্থায় ‘সবকা সাথ ও সবকা বিকাশ’ নামে এই রকম প্রায় সাড়ে পাঁচশো অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ইসিএলের তরফে ১৫ জুন কুনুস্তরিয়ার প্রগতি ময়দানে এই অনুষ্ঠান হবে। তার আমন্ত্রণপত্রে অতিথিদের তালিকায় নাম রয়েছে বিজেপি-র জেলা সভাপতি তাপস রায়-সহ চার জনের। তৃণমূল নেতা জিতেন্দ্রবাবুর অভিযোগ, ‘‘নির্লজ্জ ভাবে সরকারি টাকায় দলের প্রচার করছে বিজেপি। এর প্রতিবাদ করে অনুষ্ঠান বয়কট করছি।’’

ওই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে নানা শ্রমিক সংগঠনও। সিটু নেতা বংশগোপাল চৌধুরীর বক্তব্য, ‘‘সর্বনাশা ব্যাপার। আগে কংগ্রেসও এ সব করেনি। আমরা যাচ্ছি না।’’ প্রাক্তন সাংসদ, এআইটিইউসি নেতা রামচন্দ্র সিংহও বলেন, ‘‘সরকারের টাকায় দলীয় প্রচার হচ্ছে। আমরা বয়কট করেছি।’’ আইএনটিইউসি নেতা চণ্ডী বন্দ্যোপাধ্যায়ও বিষয়টির নিন্দা করেছেন। আইএনটিটিইউসি জানায়, তারা এর প্রতিবাদে আজ, মঙ্গলবার খনিতে বিক্ষোভ-কর্মসূচি পালন করবে।

Advertisement

যদিও এর মধ্যে কোনও অন্যায় দেখছেন না বিজেপির জেলা সভাপতি তাপসবাবু। তিনি বলেন, ‘‘একটি সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তা ওরা মেনে নিতে পারছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন