Body Recovered

আসানসোলে রাস্তা থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ! মিলল একটি পিস্তলও, গুলিতেই মৃত্যু?

সবরুদ্দিনের লোহার গ্রিল কারখানা রয়েছে। পাশাপাশি, স্থানীয় মাদ্রাসার কোষাধ্যক্ষ ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১০:৫৯
Share:

মহম্মদ সাবরুদ্দিন। — নিজস্ব চিত্র।

আসানসোলের রাস্তা থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম মহম্মদ সাবরুদ্দিন। ৪৭ বছরের ওই লোহা ব্যবসায়ীর দেহটি পাওয়া যায় বাড়ির সামনে থেকে। ভোরের নমাজ পড়তে যাওয়ার সময়ে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। হীরাপুর থানার পুলিশ দেহটি জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করে নিয়ে গিয়েছে। তবে তাঁর মৃত্যু গুলি লেগেই হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

শনিবার সকাল ৬টা নাগাদ আসানসোলের ৮০ নম্বর ওয়ার্ড করিম ডাঙালে দেহটি মিলেছে। সবরুদ্দিনের লোহার গ্রিল কারখানা রয়েছে। পাশাপাশি, স্থানীয় মাদ্রাসার কোষাধ্যক্ষ ছিলেন তিনি। স্থানীয়দের কারও কারও দাবি, তাঁকে গুলি করা হয়েছে। আবার কেউ মনে করছেন, তিনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন।

ঘটনাস্থলে একটি পিস্তল মিলেছে। রাস্তায় রক্ত দেখা গিয়েছে। তবে কোনও গুলির খোল পাওয়া যায়নি। মৃত সবরুদ্দিনের মুখে ও নাকে রক্ত ছিল। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে শরীরে গুলি রয়েছে কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement