ধর্ষণের অভিযোগে ধৃত ছাত্র
এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কলেজ পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সোমনাথ হাজরা। বাড়ি মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের কাটসিহি গ্রামে। সে মন্তেশ্বরের গৌরমোহন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই ছাত্রীর বাবা শনিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি অভিযোগ করেন, শুক্রবার কালীপুজো দেখার নাম করে তাঁর মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সোমনাথ। তখন বাড়িতে কেউ ছিল না। এ দিন দুপুরে ধৃতকে গ্রেফতার করে পুলিশ।
মৃত দুই
৬০ নম্বর জাতীয় সড়কের উপর শিশুবাগান মোড়ে শুক্রবার রাতে দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শুভঙ্কর কেওড়া (২৫) ও অমর কোনার (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। দু’জনের বাড়ি যথাক্রমে, রানিগঞ্জের হাটতলা ও রামবাগান এলাকায়।
প্রবীণ ও প্রতিবন্ধীদের কালী প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছিল দুর্গাপুরের ধোবিঘাটের একটি কালীপুজো কমিটি।
শনিবার বাসে করে এলাকার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো হয় তাঁদের। দিনটা অন্য রকম
ভাবে কাটাতে পেরে খুশি বয়স্ক ও প্রতিবন্ধীরা। ছবি: সব্যসাচী ইসলাম।