টুকরো খবর

বিবেকানন্দ কলেজ পরিদর্শনে আসা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কলেজের শিক্ষক সমিতি। দিন তিনেক আগে এ নিয়ে একটি বৈঠক ডাকেন তাঁরা। পরে লিফলেট ছাপিয়েও শহরে বিলি করা হয়। সংগঠনের সম্পাদক অনিমেষ দেবনাথের সই করা ওই লিফলেটে জানানো হয়েছে, বারবার নানা অপ্রীতিকর ঘটনার সময়ে বিশ্ববিদ্যালয়ের সাহায্য চেয়েও সাহায্য পাননি তাঁরা। অথচ বরখাস্ত হতে চলা ছাত্রের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দল দ্রুত কলেজে হাজির হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ০১:১৪
Share:

লিফলেট বিলি করে পরিদর্শক দলকে দুষল শিক্ষক সমিতি

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বিবেকানন্দ কলেজ পরিদর্শনে আসা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কলেজের শিক্ষক সমিতি। দিন তিনেক আগে এ নিয়ে একটি বৈঠক ডাকেন তাঁরা। পরে লিফলেট ছাপিয়েও শহরে বিলি করা হয়। সংগঠনের সম্পাদক অনিমেষ দেবনাথের সই করা ওই লিফলেটে জানানো হয়েছে, বারবার নানা অপ্রীতিকর ঘটনার সময়ে বিশ্ববিদ্যালয়ের সাহায্য চেয়েও সাহায্য পাননি তাঁরা। অথচ বরখাস্ত হতে চলা ছাত্রের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দল দ্রুত কলেজে হাজির হয়েছে। এভাবে শিক্ষকদের অপমান ও দুষ্কৃতীদের রক্ষার চেষ্টা করা হয়েছে বলেও ওই সংগঠনের দাবি। ২৯ অক্টোবর দুই পড়ুয়াকে অশালীন অবস্থায় দেখে প্রতিবাদ করায় কলেজের এক শিক্ষিকাকে চড় মারার অভিযোগ ওঠে এক ছাত্রের বিরুদ্ধে। প্রতিবাদে ক্লাস বয়কট করেন শিক্ষকেরা। দিনকয়েক পরে ওই শিক্ষিকার পাশে দাঁড়ানোয় ওই কলেজেরই দুই পড়ুয়াকে টিএমসিপি সমর্থকেরা মারধর করে বলে অভিযোগ। এর প্রতিবাদে টানা তিন দিন ক্লাক বন্ধের সিদ্ধান্ত নেন শিক্ষকেরা। প্রথম দিন ক্লাস বয়কটের পরে, ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা, উপ পরিদর্শক সুজিতকুমার চৌধুরী-সহ পাঁচ সদস্যের একটি দল কলেজে আসে। হাজিরা খাতায় শিক্ষকদের কম উপস্থিতি দেখে নানা প্রশ্ন করেন তাঁরা। কার নির্দেশে ও বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে ক্লাস বয়কটের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, সে প্রশ্নও করা হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে। এরই প্রতিবাদে ওই বৈঠক ডেকেছিলেন শিক্ষকেরা। তবে লিফলেট বিলি প্রসঙ্গে মুখ খুলতে চাননি দেবকুমারবাবু। তিনি শুধু বলেন, “আমার কোনও মন্তব্য নেই।” উপ পরিদর্শক সুজিতবাবু বলেন, “আমরা যা করেছি তা উপাচার্যের নির্দেশেই করা হয়েছে। এর বেশি কিছু বলব না।”

Advertisement

ইস্তফা প্রত্যাহার তৃণমূল সদস্যের

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

তৃণমূল পরিচালিত কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্যপদ থেকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন তৃণমূলেরই অজয় মজুমদার। স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে ১৩ নভেম্বর তিনি দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পেয়েই তিনি শুক্রবার মহকুমাশাসককে চিঠি দিয়ে ইস্তফাপত্র প্রত্যাহার করেন বলে দাবি অজয়বাবুর। শিবপুর এলাকা থেকে অজয়বাবু পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। ব্লক অফিসে গলসির বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের প্রতিনিধি হিসেবেও কাজ করেন তিনি। তিনি অভিযোগ করেছিলে, পঞ্চায়েত সমিতির কোনও কাজকর্মে তাঁকে রাখা হয় না। বিধায়কের প্রতিনিধি হিসেবে কোনও কাজ নিয়ে তিনি পঞ্চায়েত সমিতিতে গেলে তাঁর সঙ্গে সহযোগিতা করা হয় না। সমিতির সহ-সভাপতি চিন্ময় মণ্ডল এবং তাঁর অনুগামীরা সব একতরফা সব সিদ্ধান্ত নেন। নানা কাজে স্বজনপোষণ হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এ সবের প্রতিবাদে তিনি পদত্যাগপত্র জমা দেন মহকুমাশাসকের কাছে। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত আইন অনুযায়ী অজয়বাবুকে ডেকে তাঁর অভিযোগ শোনা হয়। এর পরে তাঁকে নির্দিষ্ট ভাবে লিখিত অভিযোগ জানাতে বলা হয়। তবেই তা খতিয়ে দেখা সম্ভব। মহকুমাশাসক কস্তুরী সেনগুপ্ত বলেন, “লিখিত অভিযোগ পেলে নিশ্চয়ই তা খতিয়ে দেখা হবে।” এর পরেই শুক্রবার অজয়বাবু ইস্তফাপত্র প্রত্যাহার করেন।

পথ দুর্ঘটনায় মৃত ২

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

দুর্ঘটনার পর।—নিজস্ব চিত্র।

অ্যাম্বুল্যান্সে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ভাতার থানার বড়ার চৌমাথায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের নাম বিজলী বিবি (৪৬) ও তাহের শেখ (৪৫)। তাঁরা বীরভূমের সিউড়ি থানার কুখুডিহি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, কিডনির সমস্যার জন্য বিজলীদেবীকে চিকিৎসার প্রয়োজনে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। বড়ার চৌমাথার কাছে অ্যাম্বুল্যান্সটি গিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান বিজলীদেবী। গুরুতর আহত তাহের শেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি এ দিন দুপুরের দিকে মারা যান। বিজলীদেবীরর ছেলে শেখ সামাদ ও অ্যাম্বুল্যান্সের চালকও আহত হন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিএমসিএইচ) ভর্তি করা হয়। মৃত তাহের বীরভূমের সিউড়ি ১ ব্লকের আলুন্দা পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান ছিলেন।

পদত্যাগ প্রত্যাহার তৃণমূল সদস্যের

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

তৃণমূল পরিচালিত কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্যপদ থেকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন তৃণমূলেরই অজয় মজুমদার। স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে ১৩ নভেম্বর তিনি দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পেয়েই তিনি শুক্রবার মহকুমাশাসককে চিঠি দিয়ে ইস্তফাপত্র প্রত্যাহার করেন বলে দাবি করেন অজয়বাবু। শিবপুর এলাকা থেকে অজয়বাবু পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। ব্লক অফিসে গলসির বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের প্রতিনিধি হিসেবেও কাজ করেন তিনি। তিনি অভিযোগ করেছিলে, পঞ্চায়েত সমিতির কোনও কাজকর্মে তাঁকে রাখা হয় না। বিধায়কের প্রতিনিধি হিসেবে কোনও কাজ নিয়ে তিনি পঞ্চায়েত সমিতিতে গেলে তাঁর সঙ্গে সহযোগিতা করা হয় না। সমিতির সহ-সভাপতি চিন্ময় মণ্ডল এবং তাঁর অনুগামীরা সব একতরফা সব সিদ্ধান্ত নেন। নানা কাজে স্বজনপোষণ হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এ সবের প্রতিবাদে তিনি পদত্যাগপত্র জমা দেন মহকুমাশাসকের কাছে। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত আইন অনুযায়ী অজয়বাবুকে ডেকে তাঁর অভিযোগ শোনা হয়। এর পরে তাঁকে নির্দিষ্ট ভাবে লিখিত অভিযোগ জানাতে বলা হয়। তবেই তা খতিয়ে দেখা সম্ভব। মহকুমাশাসক কস্তুরী সেনগুপ্ত বলেন, “লিখিত অভিযোগ পেলে নিশ্চয়ই তা খতিয়ে দেখা হবে।” এর পরেই শুক্রবার অজয়বাবু ইস্তফাপত্র প্রত্যাহার করেন।

টিএমসিপির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী ৭৫ শতাংশ ক্লাস হচ্ছে না রানিগঞ্জ টিডিবি কলেজে। এই অভিযোগে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল টিএমসিপি। ওই কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকাল ১১টা থেকে এই ঘেরাও শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় বলেছে ৭৫ শতাংশ উপস্থিতি ছাড়া পরীক্ষায় বসা যাবে না। কিন্তু কলেজে ৭৫ শতাংশ ক্লাসই হচ্ছে না। কারণ অধ্যাপক-অধ্যাপিকারা নিয়মিত আসছেন না। এর ফলে পাঠক্রম শেষ হচ্ছে না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বদেশ মজুমদার বলেন, “বিক্ষোভকারীদের দাবির ভিত্তি রয়েছে। বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।” কিন্তু টিএমসিপির রাজ্য নেতৃত্ব তো ঘেরাও কর্মসূচি সমর্থন করা হবে না বলে বার্তা দিয়েছে। বিক্ষোভকারীদের অবশ্য দাবি, এ দিন তাঁরা ঘেরাও করেননি। অবস্থান বিক্ষোভ করেছেন। টিএমসিপির রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, “অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা দল বেঁধে নিজেদের দাবি জানাতে যায়। এক্ষেত্রেও হয়ত তাই হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”

নজির গড়ল ডিএসপি

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

বিক্রয়যোগ্য ইস্পাত উৎপাদনে নজির তৈরি করেছে দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি)। তার পর সবথেকে বেশি ইস্পাত উৎপাদন হয়েছে অক্টোবর মাসে। ডিএসপি সূত্রে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এ বার শুধু ইস্পাত নয়, হট মেটাল, ক্রুড ইস্পাত এবং কাস্টর উৎপাদনও বেড়েছে। ডিএসপি প্রতিষ্ঠার সময় বছরে ১০ লক্ষ টন ক্রুড ইস্পাত তৈরি হতো। সাতের দশকে লক্ষ্যমাত্রা বেড়ে দাঁড়ায় ১৭ লক্ষ টনে। নয়ের দশকে আধুনিকীকরণ ও সম্প্রসারণ পরিকল্পনা রূপায়িত হওয়ার পরে এখানে গড়ে বছরে প্রায় ২০ লক্ষ টন হট মেটাল, ১০ লক্ষ ৮০ হাজার টন ক্রুড ইস্পাত এবং ১০ লক্ষ ৬০ হাজার টন বিক্রয়যোগ্য ইস্পাত উৎপাদন হয়। সংস্থার সিইও পি কে সিংহ বলেন, “কারখানার সমস্ত বিভাগের সমন্বয়ের জন্যই এই কৃতিত্ব অর্জন করা গিয়েছে।”

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

শিক্ষকের মারে কানে শুনতে পাচ্ছেন না একাদশ শ্রেণির এক ছাত্র। এই অভিযোগ তুলে রানিগঞ্জের জ্ঞানভারতী বিদ্যালয়ে বিক্ষোভ দেখাল এক দল অভিভাবক। বিক্ষোভকারীরা অভিযুক্ত শিক্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে রানিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হিন্দি ও ইংরাজী মাধ্যম ওই স্কুলের প্রধান শিক্ষক চন্দন রায় বলেন, “শৌচাগারে ঢুকে দুই ছাত্রকে ধূমপান করতে দেখে দু’জন শিক্ষক তাঁদের চড় মারেন। তাতে এক জনের কানের পর্দা ফেটে গিয়েছে বলে অভিভাবকেরা দাবি করেছেন। আমরা তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব।” পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পিএফের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • বুদবুদ

প্রভিডেন্ড ফান্ডের দাবিতে শুক্রবার বুদবুদের কাঁকড়া গ্রামে, একটি বেসরকারি লোহার যন্ত্রাংশ তৈরির কারখানায় বিক্ষোভ দেখালেন স্থায়ী শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, সকাল দশটার পর কারখানার কাজ বন্ধ হয়ে যায়। যদিও কারখানা কর্তৃপক্ষ কাজ বন্ধের অভিযোগ মানতে চান নি। ঘটনাস্থলে বুদবুদ থানা ও জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকেরা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, তিনবছর ধরে তাঁরা কারখানায় কাজ করছেন, কিন্তু পিএফ চালু হয়নি। যদিও কারখানার দাবি, ওই শ্রমিকদের পিএফ আগেই চালু হয়ে গিয়েছে।

বাসের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম

বরযাত্রীবোঝাই বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। শুক্রবার বিকেলে কেতুগ্রামের কুলুট গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম আবুল কালাম আজাদ (৬২)। কুলুট গ্রামেরই বাসিন্দা তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে বাদশাহি রোডের উপর কুলুট মোড়ে দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। তখনই মুর্শিদাবাদের দিক থেকে বরযাত্রীবোঝাই একটি বাস এসে ওই বৃদ্ধকে ধাক্কা মেরে ফুটিসাঁকো হয়ে বীরভূমের দিকে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে আসতে হয় কেতুগ্রাম থানার আইসি বিজয় ঘোষকে। পরে পুলিশ দেহ উদ্ধার করে কান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।

ক্লাসের দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী ৭৫ শতাংশ ক্লাস হচ্ছে না রানিগঞ্জ টিডিবি কলেজে, এই অভিযোগে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল টিএমসিপি। কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় বলেছে ৭৫ শতাংশ উপস্থিতি ছাড়া পরীক্ষায় বসা যাবে না। কিন্তু কলেজে ৭৫ শতাংশ ক্লাসই হচ্ছে না। কারণ অধ্যাপক-অধ্যাপিকারা নিয়মিত আসছেন না। এর ফলে পাঠ্যক্রম শেষ হচ্ছে না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বদেশ মজুমদার বলেন, “বিক্ষোভকারীদের দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।” সংগঠনের উচ্চ নেতৃত্ব ঘেরাও না করার নির্দেশ দিলেও এই কর্মসূচি কেন? বিক্ষোভকারীদের দাবি, এ দিন তাঁরা ঘেরাও করেননি। অবস্থান-বিক্ষোভ করেছেন। টিএমসিপির রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, “অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা দল বেঁধে নিজেদের দাবি জানাতে যায়। এক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”

স্কুলে মার, নালিশ

শিক্ষকের মারে কানে শুনতে পাচ্ছে না একাদশ শ্রেণির এক ছাত্র, এই অভিযোগে রানিগঞ্জের জ্ঞানভারতী বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন এক দল অভিভাবক। তাঁরা অভিযুক্ত শিক্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে রানিগঞ্জ থানায় একটি অভিযোগও করেন। ওই স্কুলের প্রধান শিক্ষক চন্দন রায়ের দাবি, “শৌচাগারে দুই ছাত্রকে ধূমপান করতে দেখে দু’জন শিক্ষক চড় মারেন। তাতে এক জন কানে শুনতে পাচ্ছে না বলে অভিভাবকদের দাবি। তদন্ত করে ব্যবস্থা নেব।” পুলিশ জানায়, খতিয়ে দেখা হচ্ছে।

শ্রমিক-বিক্ষোভ

প্রভিডেন্ড ফান্ডের দাবিতে শুক্রবার বুদবুদের কাঁকড়া গ্রামে একটি বেসরকারি লোহার যন্ত্রাংশ তৈরির কারখানায় বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, তিন বছর ধরে কাজ করছেন, কিন্তু এখনও পিএফ চালু হয়নি। এ ছাড়া সকাল ১০টার পর কাজ বন্ধ হয়ে যায় বলেও অভিযোগ। যদিও কারখানা কর্তৃপক্ষ এ সব মানতে চাননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement