টুকরো খবর

আগামী ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে চার জেলার কর্মীসভা করবেন। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার দুর্গাপুরের রাজীব গাঁধী স্মারক ময়দানে এসেছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা। ছিলেন এডিসিপি (পূর্ব) সুনীল যাদব ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় “সভার সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।”

Advertisement
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৪ ০০:০৫
Share:

প্রস্তুতি বৈঠক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

Advertisement

আগামী ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে চার জেলার কর্মীসভা করবেন। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার দুর্গাপুরের রাজীব গাঁধী স্মারক ময়দানে এসেছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা। ছিলেন এডিসিপি (পূর্ব) সুনীল যাদব ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় “সভার সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।”

Advertisement

ফল খেয়ে অসুস্থ

ভ্যারেন্ডা গাছের ফল খেয়ে ১৭১ জন অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থদের মধ্যে ১২৬ জন প্রাথমিক স্কুলের পড়ুয়া। রসুলপুরে কলানবগ্রাম চক্র বিদ্যালয় ক্রীড়ার জন্য রবিবার ট্রায়াল চলছিল মেমারি থানার দেউলিয়া গ্রামে। সেখানেই মাঠের পাশে ভ্যারেন্ডা গাছগুলি ছিল। পড়ুয়ারা ওই ফল খায় ও বাড়ির জন্য নিয়ে যায়। রবিবার পড়ুয়া-সহ ১৭১ জন মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের চিকিত্‌সক শুভাশিস কুমার বলেন, “সকলেই পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তবে অবস্থা স্থিতিশীল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন