পূর্বস্থলীতে প্রার্থী অভিজিৎ

দীর্ঘ টানাপড়েনের পরে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। মঙ্গলবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা এলাকার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ০১:২৪
Share:

দীর্ঘ টানাপড়েনের পরে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। মঙ্গলবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা এলাকার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে তৃণমূলের জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম না পেয়ে প্রচার শুরু করতে পারছিলেন বাম-কংগ্রেস জোটের কর্মীরা। এ দিন প্রার্থী ঘোষণা হওয়ায় স্বস্তিতে তাঁরা। জেলা কংগ্রেস সভাপতি আভাস ভট্টাচার্য জানান, রাজ্য নেতৃত্ব নাম জানিয়েছেন। বুধবার থেকেই জোরকদমে প্রচার হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement