মেডিক্যল কলেজের সেই কক্ষ। নিজস্ব চিত্র।
বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের একাংশের চাঙড় ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কলেজে। তবে এড়ানে গিয়েছে বড়সড় দুর্ঘটনা।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে যেখানে এই চাঙড় ভেঙে পড়ে সেই কক্ষে বাস করতেন এমএমবিএস শিক্ষানবিশ রানা চৌধুরী। সৌভাগ্যবশত , সেই সময় শৌচালয়ে থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
এই ঘটনার বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। তবে এমন ঘটানা ঘটায় ক্ষোভ উগ্রে দিয়েছেন ছাত্রাবাসের বসবাসকারীরা। তাঁরা জানান যে কলেজের প্রায় প্রতিটি ছাত্রাবাসের একই অবস্থা। অবিলম্বে তা মেরামত করার দাবি জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় জানান যে ছাত্রাবাসের সংস্কার চলছে। বর্তমানে, কলেজে পরীক্ষা চালার ফলে প্রতিটি কক্ষ খালি করে কাজ করা সম্ভব হচ্ছে না। আর কিছুদিনের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানান তিনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘটনার পর পূর্ত দফতরের আধিকারিক এবং কর্মীরা সংশ্লিষ্ট কক্ষের মেরামতের কাজ শুরু করেছেন।