বধূহত্যায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

বধূহত্যার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বাবলুপ্রসাদ সাউ নামে ওই যুবককে সোমবার দুপুরে আসানসোল জেলা হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০১:১৯
Share:

বধূহত্যার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বাবলুপ্রসাদ সাউ নামে ওই যুবককে সোমবার দুপুরে আসানসোল জেলা হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

Advertisement

খোট্টাডিহি কোলিয়ারি এলাকার বাসিন্দা বলবন্ত সিংহ পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর মেয়ে চরণজিৎ ওরফে নিশা কউরের সঙ্গে বাবলুর প্রণয়ের সম্পর্ক ছিল। মাস দুয়েক আগে তাঁরা বিয়ে করেন। প্রথমে তাঁদের অমত থাকলেও পরে আপত্তি করেননি বলে বলবন্তের দাবি। তিনি অভিযোগ করেন, সোমবার দুপুরে জামাই তাঁদের ফোন করে জানায়, মেয়ে অসুস্থ। তড়িঘ়়ড়ি আসানসোল জেলা হাসপাতালে ছুটে এসে তাঁরা জানতে পারেন, মেয়ের মৃত্যু হয়েছে।

এর পরেই মৃতার পরিবারের লোকজন মেয়েকে খুনের অভিযোগ করেন। তাঁরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই মেয়েকে শ্বশুরবাড়িতে পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল। বধূহত্যার অভিযোগ পেয়ে পুলিশ সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক দাবি করেছেন, ঘটনার সময়ে সে বাড়িতে ছিল না। আসানসোল আদালতে কর্মরত ছিল। হঠাৎ ফোন পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে দেখে, স্ত্রী সিলিং ফ্যান গলায় দড়ি দিয়ে ঝুলছেন। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন