দেওয়ালে দু’দল। নিজস্ব চিত্র
দেওয়াল দখল নিয়ে তৃণমূল-বিজেপির ‘টক্করে’ তেতে উঠল পূর্ব বর্ধমানের কালনা। তৃণমূলের অভিযোগ, রবিবার রাতে হাটকালনা পঞ্চায়েতের রংপাড়া এলাকায় তাদের দেওয়াল জোর করে দখল করে নেয় বিজেপি। প্রতিবাদ করতে গেলে, দলের এক কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপির পাল্টা দাবি, তাদের দেওয়াল দখলের চেষ্টা করে তৃণমূল। পরিকল্পনা করে দলের ওই এলাকার মণ্ডল সভাপতির বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।
তৃণমূল নেতারা জানিয়েছেন, রংপাড়া এলাকায় গত লোকসভা নির্বাচনে যে দেওয়ালগুলিতে তাঁরা প্রচার চালিয়েছিলেন, তার বেশ কয়েকটি দেওয়াল চুন রং করা হয় সম্প্রতি। ২০২২ সাল পর্যন্ত ওই দেওয়ালগুলি তাঁদেরই দখলে রয়েছে বলেও দাবি করেন তাঁরা। রবিবার ওই দেওয়ালগুলি বিজেপি জোর করে দখল করে নেয় বলে অভিযোগ। রংপাড়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপাল বারুই কালনা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, তেমাথামোড়ে তাঁদের দখলে থাকা বেশ কিছু দেওয়ালে লেখা শুরু হয়েছিল। সেই সময়ে বিজেপির এক কর্মী-সমর্থক এসে দেওয়াল লিখন বন্ধ করতে বলে। দলীয় কর্মী প্রাণকৃষ্ণ দেবনাথ প্রতিবাদ করলে, তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কিল, চড়, লোহার রডের আঘাতে গুরুতর জখম দলীয় কর্মীকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বিজেপির লোকজনেরা তাঁকেও মারধর এবং গালিগালাজ করেন বলে পঞ্চায়েত সদস্যের দাবি। কালনা থানায় তিনি ১০ জনের নামে লিখিত অভিযোগ করেছেন।
বিজেপি নেতাদের পাল্টা দাবি, ৫ জানুয়ারি কালনায় দলীয় একটি সভায় হাজির থাকার কথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সদ্য তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দেওয়া বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডল-সহ বহু নেতার। তার প্রচারের জন্য নিজেদের দখলে থাকা বেশ কিছু দেওয়াল লেখার প্রস্তুতি নেন তাঁরা। জোর করে দেওয়ালগুলি তৃণমূল দখল করে বলে অভিযোগ। দলীয় কর্মীদের সঙ্গে তৃণমূলের লোকজনের বাকবিতণ্ডা শুরু হয়।
বিজেপি নেতা শঙ্কর হালদারের অভিযোগ, ‘‘পাঁচটি দেওয়ালে প্রচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর মধ্যে একটি দেওয়ালে সাংসদ সুনীল মণ্ডলের নামে দেওয়াল লিখন ছিল। তিনি এখন আমাদের নেতা। বাকি সমস্ত দেওয়াল আমাদের দখলে ছিল। তৃণমূল জোর করে আমাদের চুন লাগানো দেওয়াল দখল করতে চায়। শাসকদলের কিছু লোকজন আমাদের নেতা কার্তিক কীর্তনিয়ার বাড়িতে হামলা চালিয়ে বেশ কিছু জিনিসপত্র নষ্ট করে দেয়।’’ কার্তিকবাবুর স্ত্রী সীতা কীর্তনিয়া বাড়িতে হামলা চালানোর জন্য কালনা থানায় ন’জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও হাটকালনা পঞ্চায়েত এলাকার তৃণমূল সদস্য রিপন মণ্ডলের দাবি, বাড়ি ভাঙচুরের মিথ্যা অভিযোগ করেছে বিজেপি।