পঞ্চায়েত প্রধানকে নিগ্রহের অভিযোগ

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও তাঁর ছেলেকে নিগ্রহের অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। সোমবার সকালে বুদবুদের দেবশালা এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুদবুদ শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৬
Share:

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও তাঁর ছেলেকে নিগ্রহের অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। সোমবার সকালে বুদবুদের দেবশালা এলাকার ঘটনা। পরে পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সী ও তাঁ ছেলে চঞ্চল বক্সীকে চিকিৎসার জন্য মানকর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

Advertisement

প্রায় প্রতিদিনই সকালে দেবশালা বাসস্ট্যান্ড লাগোয়া একটি চায়ের দোকানে বসেন শ্যামলবাবু। এলাকার বাসিন্দারা বিভিন্ন বিষয় নিয়ে সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন। এ দিনও সকালে দোকানেই বসেছিলেন তিনি। স্থানীয় কাঁকড়া গ্রামে বেশ কিছু দিন ধরেই একশো দিনের প্রকল্পের কাজ নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে সমস্যা চলছে বলে অভিযোগ। এ দিন সেই বিষয় নিয়েই প্রায় ২০-২৫ জনের একটি দল শ্যামলবাবুর সঙ্গে কথা বলতে আসেন। আচমকাই তাঁদের মধ্যে কয়েক জন প্রধানের উপর চড়াও হয়ে নিগ্রহ করে বলে অভিযোগ। বাবাকে বাঁচাতে গেলে চঞ্চলবাবুকেও নিগ্রহ করা হয়। এর পরে আশপাশের লোকজন জড়ো হলে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে রাত পর্যন্ত ঘটনাটি নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন