সংস্কৃতি যেখানে যেমন

বি কুমুদরঞ্জন মল্লিকের ভিটেকে কেন্দ্র করে অজয়-কুনুরের সঙ্গমে পর্যটন কেন্দ্র গড়ার দাবি উঠল কবির জন্মদিনে। ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ মেলা কমিটির তরফে কবির জন্মদিন পালিত হয়।

Advertisement
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০২:০২
Share:

উৎসবের সূচনায়। নিজস্ব চিত্র।

মধুকরে কুমুদ-স্মরণ

Advertisement

কাটোয়া: কবি কুমুদরঞ্জন মল্লিকের ভিটেকে কেন্দ্র করে অজয়-কুনুরের সঙ্গমে পর্যটন কেন্দ্র গড়ার দাবি উঠল কবির জন্মদিনে। ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ মেলা কমিটির তরফে কবির জন্মদিন পালিত হয়। ‘মধুকর’ নামে রবির বাস্তুভিটেতেই কবিতা-গানের আসর বসে। জেলার নানা প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিকদের মধ্যে সদানন্দ দাস, প্রবীর চট্টোপাধ্যায়, নিমাই প্রামাণিক, মুকুল রহমানকে পুরস্কৃত করা হয়।

বিশিষ্ট জনেরাই দাবি তোলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অজয় নদ, কুনুর নদীর সঙ্গমে কবির ভিটেটিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়া যায়।অবসরপ্রাপ্ত বিচারক মহম্মদ নুরুল হুদা আবার কুমুদরঞ্জনের কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

Advertisement

কলেজে অনুষ্ঠান

বর্ধমান : তিন দিনের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল বর্ধমানের বিবেকানন্দ কলেজে। নাচ, গান, আবৃত্তি থেকে নানা রকমের প্রদর্শনীতে যোগ দেয় পড়ুয়ারা। ইংরেজি বিভাগ কলা বিভাগীয় স্টল প্রদর্শনীতে প্রথম হয়। বিজ্ঞান বিভাগে সেরা রসায়ন বিভাগ। সাংস্কৃতিক অনুস্থানে অতিথি শিল্পী ছিলেন কার্ত্তিক দাস বাউল, মধুবন্তি বসু প্রমুখ। ছিল একাধিক বাংলা ব্যান্ড ও নাচের দলও।

সমাজ ও শিক্ষা

বর্ধমান: সমাজ এবং শিক্ষা নিয়ে লেখা ‘এডুকেশন অ্যান্ড সোশিওলজি—অ্যান অ্যাবস্ট্রাক্ট ভিউ’ বইটি প্রকাশিত হয়ে গেল সম্প্রতি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানসকুমার হাজরার লেখা ওই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন সজল ভট্টাচার্য।

কবিতা সন্ধ্যা

বর্ধমান: ‘কবিতা সন্ধ্যা’র মাসিক সাহিত্য সভা হয়ে গেল বর্ধমানের বাবুরবাগে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক মিহির চৌধুরী কামিল্ল্যর বাসভবনে আয়োজিত এই সাহিত্যসভায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও সাহিত্যিকেরা। সভা পরিচালনা করেন সংস্থার সম্পাদক কুশল দে ও সভাপতি শ্যামল বারুরি।

বইমেলার আগে

কাটোয়া: বইমেলা শুরুর আগে পদযাত্রার সূচনা হবে আজ, সোমবার কাটোয়া রবীন্দ্রভবন থেকে। কমিটির যুগ্ম সম্পাদক তুষার পণ্ডিত ও চন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, এ বার বইমেলার মূল মঞ্চটির নামকরণ করা হয়েছে বৈষ্ণবকবি গোবিন্দদাস কবিরাজের নামে। তোরণ হয়েছে আরও দুই সাহিত্যিক দীপঙ্কর ঘোষ ও শচীন নাথের নামে। নানাবিধ বইয়ের স্টল ছাড়াও প্রতিদিনই পুতুল নাচ, নৃত্যনাট্য, আলোচনা, সাহিত্য আসর থাকবে মেলায়।

পত্রিকার পুরস্কার

কালনা: ‘নাগরিক সমাচার’ নামে একটি পত্রিকার উদ্যোগে লিটিল ম্যাগাজিনের শারদ সংখ্যার নিরিখে সেরা কবি, গল্পকার এবং ছ’জন সম্পাদককে পুরস্কৃত করা হল। শনিবার পুরশ্রী মঞ্চে পত্রিকার তরফে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাপকদের তালিকায় ছিলেন বাংলাদেশ দৈনিক বার্তার সম্পাদক আবদুল রসিদ চৌধুরী। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, জেলার ৪২টি শারদ সংখ্যার মধ্যে চার জন বিচারকের রায়ে তৈরি হয় তালিকা। সম্পাদক পুলক মণ্ডলের দাবি, ‘‘জেলায় এ উদ্যোগ প্রথম।’’

দেহ সৌষ্ঠব

কালনা: কালনা পুরসভার পুরশ্রী মঞ্চে অনুষ্ঠিত হল জেলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা, ২০১৬। বর্ধমান জেলা অ্যামেচার বডি বিল্ডার অ্যাসোসিয়েশন এবং কালনা এফএইউজি ক্লাবের যৌথ উদ্যোগে শনিবার এই প্রতিযোগিতায় প্রায় ৬০ জন প্রতিযোগী যোগ দেন। খেতাব জেতেন আসানসোলের বাসিন্দা ভরত শ্রেস্টা। ‘বেস্ট পোজারের’ খেতাব পেয়েছেন তারকনাথ পালিত। অনুষ্ঠানে ছিলেন কালনার পুরপ্রধান দেবপ্রসাদ বাগ, রাজ্য বডি বিল্ডার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক রবিশঙ্কর দে, জেলা সভাপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায়, সহ সম্পাদক জয়দেব পণ্ডিত প্রমুখ।

শক্তিগড় উৎসব

বর্ধমান: শুরু হল শক্তিগড় সাংস্কৃতিক উৎসব। রবিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৩ মার্চ পর্যন্ত। শক্তিগড়ে স্থানীয় যুব গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নবকুমার বসু। উৎসব কমিটির তরফে সাংস্কৃতিক সম্পাদক লুতুব আলি জানান, প্রতিদিন সন্ধ্যায় নাচ, গান, আবৃত্তি, নাটক-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন