ঘন কুয়াশায় ঢাকল বর্ধমানের বিভিন্ন এলাকা

শীতের শুরুতে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ১২:৫১
Share:

কুয়াশাতে ঢেকেছে রাস্তা। নিজস্ব চিত্র।

শীতের শুরুতে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকা। পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গাতেও মঙ্গলবার সকালে ছিল ঘন কুয়াশা। যার জেরে যান চলাচল করছে ধীর গতিতে। বেলা বাড়তে বেড়েছে কুয়াশার দাপটও।

Advertisement

পূর্ব বর্ধমানের সর্বত্রই কমবেশি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। খুব কাছের জিনিসও দেখা যাচ্ছে না। হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। বর্ধমান-হাওড়া মেইন ও কর্ড শাখায় ট্রেন চলাচল করছে অত্যন্ত ধীর গতিতে। একই অবস্থা বর্ধমান-রামপুরহাট ও আসানসোল রেলপথেও। কুয়াশার জেরে দুরপাল্লার ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে।

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়ানোর জন্য অনেক দূরপাল্লার লরি ও বাস থেমে গেছে। ফলে রাস্তায় যানবাহনের সংখ্যা তুলনায় কম। বর্ধমান শহর ছাড়াও রায়না, খণ্ডঘোষ, ভাতার, গলসি, কাটোয়াতেও চিত্রটা অনেকটা একই রকম।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন