শোভাযাত্রায় উৎসব শুরু ধাত্রীগ্রামে

 ছ’বছরে পা দিল ধাত্রীগ্রাম উৎসব। শনিবার কালনা ১ ব্লকে এই উৎসবের উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উৎসব কমিটি জানায়, এ বার উৎসবে রাজ্যের লোকশিল্পীদের পাশপাশি বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ডের শিল্পীরাও সেখানকার লোকসংস্কৃতি প্রদর্শন করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০২:১৮
Share:

উদ্বোধন হল ষষ্ঠ বর্ষের ধাত্রীগ্রাম উৎসবের। নিজস্ব চিত্র

ছ’বছরে পা দিল ধাত্রীগ্রাম উৎসব। শনিবার কালনা ১ ব্লকে এই উৎসবের উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উৎসব কমিটি জানায়, এ বার উৎসবে রাজ্যের লোকশিল্পীদের পাশপাশি বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ডের শিল্পীরাও সেখানকার লোকসংস্কৃতি প্রদর্শন করবেন।

Advertisement

এ দিন উৎসবের উদ্বোধনের আগে মালতিপুর থেকে ধাত্রীগ্রাম ফুটবল মাঠ পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে ঘোড়ানৃত্য, রায়বেঁশে, আদিবাসী নৃত্য, বহুরূপী নৃত্য, রণ-পা নৃত্যে প্রায় ছ’শো শিল্পী যোগ দেন। তা দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমান হাজার-হাজার মানুষ।

চার দিনের এই উৎসবে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, পশুপালন-সহ নানা সরকারি দফতরের স্টল খোলা হয়েছে। স্বয়ম্ভর গোষ্ঠীর তৈরি পণ্যের প্রদর্শনীর পাশাপাশি রয়েছে বেসরকারি স্টলও। এ দিন বিকেল থেকে ফুটবল মাঠে তৈরি মঞ্চে লোকশিল্পীরা অনুষ্ঠান শুরু করেছেন। উৎসব উপলক্ষে আলোয় সাজা হয়েছে ধাত্রীগ্রাম এলাকা। উদ্বোধনী অনুষ্ঠানে ঋতুপর্ণা বলেন, ‘‘ধাত্রীগ্রামের তাঁত বিখ্যাত শুনেছি। তবে হাজার-হাজার মানুষ যে লোকগান ও নাচের জন্যও পাগল, তা এখানে এসে বুঝলাম।’’ উৎসবের মূল উদ্যোক্তা তথা রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ জানান, এ বারের ভিড় আগের পাঁচ বছরকে ছাড়িয়ে গিয়েছে। এলাকার মানুষ লোকসংস্কৃতি নিয়ে কতটা আবেগপ্রবণ, তা এর থেকেই পরিষ্কার বলে তাঁর দাবি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন