খেলার টুকরো খবর

প্রথম ডিভিশন ক্রিকেটে জিতল শিবাজি সঙ্ঘ। তারা ৭ উইকেটে হারায় জাতীয় সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে জাতীয় করে ৩৪.৪ ওভারে ১৩৯ রান করে। জাতীয়র সৌমজিত্‌ কর্মকার করেন ৪৮ রান। শিবাজির শুভজিত্‌ বন্দ্যোপাধ্যায় ২৮ রানে ৩টি, সঞ্জয় শর্মা ১৭ রানে ২টি ও এজাজ আনসারি ৩১ রানে ২টি উইকেট পান।

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৫ ০১:৫১
Share:

জিতল শিবাজি

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

প্রথম ডিভিশন ক্রিকেটে জিতল শিবাজি সঙ্ঘ। তারা ৭ উইকেটে হারায় জাতীয় সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে জাতীয় করে ৩৪.৪ ওভারে ১৩৯ রান করে। জাতীয়র সৌমজিত্‌ কর্মকার করেন ৪৮ রান। শিবাজির শুভজিত্‌ বন্দ্যোপাধ্যায় ২৮ রানে ৩টি, সঞ্জয় শর্মা ১৭ রানে ২টি ও এজাজ আনসারি ৩১ রানে ২টি উইকেট পান। শিবাজি ২০ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। শিবাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩৪ রানে অপরাজিত ও কৃষ্ণ মোহান্তি ২৮ রান করেন। জাতীয়’র প্রসেনজিত্‌ কেওড়া ২৯ রানে ২টি উইকেট পান। বর্ধমান ক্রিকেট লিগে টানা ২১ বছর খেলার পর রবিবার অবসর নিলেন জাতীয় সঙ্ঘের অল রাউন্ডার সজল সরকার। সজলবাবু ১৭ বছর শিবাজিতে ও ৩ বছর জাতীয়তে খেলেছেন। বেশ কয়েকবার জেলা ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দলেও জায়গা পান সদলবাবু।

Advertisement

দুর্গাপুরে ম্যারাথন

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

পুরষ্কার বিতরণ।—নিজস্ব চিত্র।

মহকুমা ক্রীড়া সংস্থার তরফে দুর্গাপুরে আয়োজিত হল হাফ ম্যারাথন দৌড়ের। রবিবার সকালে দুর্গাপুরের সিধো কানহু ইন্ডোর স্টেডিয়াম থেকে ওই প্রতিযোগিতা শুরু হয়। পুরুষ বিভাগে ২১, বালক বিভাগে ১০ ও মহিলা বিভাগে ৫ কিলোমিটার দীর্ঘ ওই প্রতিযোগিতায় প্রথম হবয়েছেন যথাক্রমে কলকাতার শুভঙ্কর ঘোষ, নদিয়ার অবিনাশ বিশ্বাস ও কলকাতার শাহানারা খাতুন। পুরুষ বিভাগে ম্যারাথনের সূচনা করেন দৌড়বিদ রীতা সেন। পুরস্কার বিতরণ করেন দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ। মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাপস সরকার জানান, সবূর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হল।

কলেজ ক্রিকেট

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ ক্রিকেটের ফাইনালে উঠল চাঁপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয় ও বর্ধমান রাজ কলেজ। চাঁপাডাঙা সেমি ফাইনালে ৩ উইকেটে হারায় কাটোয়া কলেজকে। প্রথমে কাটোয়া ৩২ ওভারে ১৩৩ রান করে। কাটোয়ার শুভম দত্ত ৩০ ও দেবরাজ সাহা ২৫ রান করেন। চাঁপাডাঙার সুমন্ত পাল ১৬ রানে ৫টি ও অতনু জানা ২৫ রানে ৩টি উইকেট পান। চাঁপাডাঙা ২৭ ওভারেই ৭ ইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। তাদের সৈকত ঘোষাল ৩৯ ও প্রদীপ বিশ্বাস ২১ রান করেন। কাটোয়ার শুভম দত্ত ৩২ রানে ৩টি ও দেবাশিস মাজি ২৩ রানে ২টি উইকেট পান।

চ্যাম্পিয়ন দোমহানি

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

মহকুমা ক্রীড়া সংস্থার সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল দোমহানি একাদশ। আসোনসোল স্টেডিয়ামে হওয়া তারা সাঁকতোড়িয়া মনিং-কে ৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে দোমহানি ১৩১ রান করে। জবাবে সাঁকতোড়িয়ার ইনিংস ১২২ রানে শেষ হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement