বাজার ঘুরে ডিম সমীক্ষা পুরসভার

ডিম নিয়ে অযথা আতঙ্ক না ছাড়ানোর আবেদন জানালেন রাজ্যের প্রাণিসম্পদ দফতরের মন্ত্রী তথা পূর্বস্থলীর বিধায়ক স্বপন দেবনাথ।সোমবার কালনার একটি অনুষ্ঠানে মন্ত্রী স্বপনবাবু জানান, ইতিমধ্যে বেশ কিছু জায়গার ডিমের নমুনা পাঠানো হয়েছে বেলগাছিয়ার প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয় এবং প্রাণিসম্পদ দফতরের পরীক্ষাগারে। রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০০:০৫
Share:

প্রতীকী চিত্র

ডিম নিয়ে অযথা আতঙ্ক না ছাড়ানোর আবেদন জানালেন রাজ্যের প্রাণিসম্পদ দফতরের মন্ত্রী তথা পূর্বস্থলীর বিধায়ক স্বপন দেবনাথ।

Advertisement

সোমবার কালনার একটি অনুষ্ঠানে মন্ত্রী স্বপনবাবু জানান, ইতিমধ্যে বেশ কিছু জায়গার ডিমের নমুনা পাঠানো হয়েছে বেলগাছিয়ার প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয় এবং প্রাণিসম্পদ দফতরের পরীক্ষাগারে। রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সেখানে গরমিল ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে ডিম নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এরই মধ্যে ডিম নিয়ে বিতর্ক দূর করতে দুর্গাপুর পুরসভা শহরের সব বাজারে সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার থেকে তিন দিন ধরে পরিদর্শন চলবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পুরসভার স্যানিটারি ইনস্পেক্টররা এ দিন বেনাচিতি বাজার, ডিএসপি টাউনশিপের চণ্ডীদাস বাজার, এমএএমসি এলাকার মামরা বাজার এবং স্টেশন লাগোয়া সেন মার্কেট পরিদর্শন করেন। কোথাও আপত্তিজনক কিছু পাওয়া যায়নি বলে জানান পুর কর্তৃপক্ষ।

আসানসোলেও নজরদারির পরিকল্পনা হয়েছে। মহকুমাশাসক প্রলয় রায়চৌধুরী বলেন, ‘‘রাস্তার ধারে রান্না করা ডিমে নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে।’’ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিও বলেন, ‘‘মেয়র পারিষদের (স্বাস্থ্য) নেতৃত্বে দলগঠন করে নজরদারির পরিকল্পনা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন