প্রতিবাদের মুখে অনুষ্ঠান স্থগিত

দেশ জুড়ে কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত প্রচারে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করছে। ইসিএলের উদ্যোগে কুনুস্তরিয়ার প্রগতি ময়দানে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে অতিথিদের তালিকায় একাধিক বিজেপি নেতার নাম থাকায় বিরোধিতা শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০০:২০
Share:

আমন্ত্রণপত্রে বিজেপি নেতাদের নাম রাখা নিয়ে নানা দল ও শ্রমিক সংগঠনের প্রতিবাদের জেরে অনুষ্ঠান স্থগিত করলেন ইসিএল কর্তৃপক্ষ। সংস্থার উদ্যোগে ১৫ জুন ‘সবকা সাথ ও সবকা বিকাশ’ নামে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মঙ্গলবার ইসিএলের তরফে জানানো হয়, পরে সুবিধাজনক সময় দেখে অনুষ্ঠানের আয়োজন হবে।

Advertisement

দেশ জুড়ে কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত প্রচারে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করছে। ইসিএলের উদ্যোগে কুনুস্তরিয়ার প্রগতি ময়দানে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে অতিথিদের তালিকায় একাধিক বিজেপি নেতার নাম থাকায় বিরোধিতা শুরু হয়। আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, সরকারি টাকায় অনুষ্ঠানের নামে দলের প্রচারের আয়োজন হচ্ছে। অনুষ্ঠান বয়কট ও সিদ্ধান্ত বদল না হওয়া পর্যন্ত খনিতে প্রতীকী ধর্মঘটের ডাক দেন তিনি। প্রতিবাদে সরব হয় নানা শ্রমিক সংগঠনও। অনেকেই অনুষ্ঠান বয়কটের হুঁশিয়ারি দেন। বিজেপি নেতারা অবশ্য আমন্ত্রণপত্রে তাঁদের নাম থাকা নিয়ে বিতর্কের কিছু নেই বলেই দাবি করেন।

পরিস্থিতি ঘোরালো হওয়ায় সমস্যা মেটাতে মেয়রের সঙ্গে দেখা করেন ইসিএলের ডিরেক্টর (পার্সোনেল) কান্ডুলা শিবনারায়ণ পাত্র। তার পরেই ইসিএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, অনুষ্ঠান এখন স্থগিত রাখা হবে। সংস্থার ডিরেক্টর (পার্সোনেল) বলেন, ‘‘অনুষ্ঠানটি ঘিরে সামান্য জটিলতা দেখা দেওয়ায় স্থগিত করা হয়েছে।’’

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে ইসিএলের কিছু আধিকারিক জানান, অনুষ্ঠানটি স্থগিত হওয়ায় স্বস্তিতে তাঁরা। কারণ, অতিথিদের তালিকায় সংস্থার সিএমডি এবং অন্য কর্তাদের আগে স্থানীয় বিজেপি নেতাদের নাম থাকায় অস্বস্তিতে পড়েছিলেন তাঁরাও। সংস্থার একটি সূত্রের দাবি, অতিথি হিসেবে এ বার মন্ত্রী ও স্থানীয় সাংসদ-বিধায়কদেরই রাখার সিদ্ধান্ত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন