জাতীয় নির্বাচন কমিশন। —ফাইল চিত্র।
কাটোয়া বিধানসভার ২৫৮ নম্বর বুথের বিএলও পুরাণচন্দ্র ঘোষকে অবশেষে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নতুন বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উদয়চাঁদ ঘোষ। শনিবার কাটোয়া মহকুমা নির্বাচন আধিকারিক অনির্বাণ বসু নতুন বিএলও-র হাতে নিয়োগপত্র তুলে দেন।
বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল, ২৫৮ নম্বর বুথের বিএলও পুরাণচন্দ্র একই বুথের তৃণমূল সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন। বিজেপির দাবি, “আমরা কমিশনে জানিয়েছিলাম, ভোটার তালিকা প্রস্তুতির কাজে নিরপেক্ষতা থাকা জরুরি। আমাদের অভিযোগের পর কমিশন পদক্ষেপ করে ওই বিএলওকে সরিয়ে দিয়েছে।”
এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “খুব ভাল হয়েছে। আমরা সব সময়েই চাই, বিএলও-রা নিরপেক্ষ থাকুন। বিএলও নিয়োগ তো তৃণমূল করে না। যদি কেউ রাজনৈতিক ভাবে পক্ষপাতদুষ্ট হন, তা হলে কমিশনের উচিত, তাঁকেও সরিয়ে দেওয়া। স্বচ্ছ ভাবে ভোটার তালিকার কাজ হোক।”
বিজেপির ৪ নম্বর নগর মণ্ডল সভাপতি সূর্যদেব ঘোষ নতুন বিএলও উদয়চাঁদ ঘোষকে স্বাগত জানিয়ে বলেন, “নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাই। এতে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।”