অবশেষে রাস্তা আমলাজোড়ায়

কাঁকসার প্রত্যন্ত অঞ্চল আমলাজোড়া পঞ্চায়েত এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করায় উদ্যোগী হয়েছে জেলা পরিষদ। শুক্রবার পঞ্চায়েত এলাকায় দু’টি রাস্তার শিলান্যাস করেন জেলা সভাধিপতি দেবু টুডু। ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সভাধিপতি জানান, এর ফলে ওই এলাকার গ্রামগুলির সঙ্গে জাতীয় সড়ক, পানাগড় এবং রাজবাঁধের যোগাযোগ সুগম হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০২:০৫
Share:

কাঁকসার প্রত্যন্ত অঞ্চল আমলাজোড়া পঞ্চায়েত এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করায় উদ্যোগী হয়েছে জেলা পরিষদ। শুক্রবার পঞ্চায়েত এলাকায় দু’টি রাস্তার শিলান্যাস করেন জেলা সভাধিপতি দেবু টুডু। ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সভাধিপতি জানান, এর ফলে ওই এলাকার গ্রামগুলির সঙ্গে জাতীয় সড়ক, পানাগড় এবং রাজবাঁধের যোগাযোগ সুগম হবে।
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় নতুনগ্রাম থেকে ন’পাড়া পর্যন্ত দু’কিলোমিটার এবং আমলাজোড়া চৌমাথা থেকে মানিকারা পর্যন্ত এক কিলোমিটার— দু’টি পাকা রাস্তা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। পূর্ত কর্মাধ্যক্ষ উত্তমবাবু জানান, এত দিন রাস্তা দু’টি মাটির ছিল। বিশেষত বর্ষায় যাতায়াতে খুব সমস্যা হত। পানাগড়ে বাজার, ব্যাঙ্ক, স্কুল, ব্লক অফিস রয়েছে। এ ছাড়া বাস ধরতেও যেতে হয় সেখানে। নানা প্রয়োজনে নিয়মিত যোগাযোগ রাখতে হয় রাজবাঁধের সঙ্গেও। দীর্ঘদিন ধরেই মাটির রাস্তা দু’টি পাকা করার জন্য প্রশাসনের কাছে দরবার করছিলেন এলাকাবাসী।

Advertisement

বাসিন্দারা জানান, এর ফলে নস্করবাঁধ, সিলামপুর, ঘোষপাড়া-সহ এলাকার ৭-৮টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন। সুবিধা হবে সিলামপুর হাইস্কুলের পড়ুয়া ও শিক্ষকদেরও। জেলা সভাধিপতি দেবু টুডুর দাবি, ব্লকের প্রত্যন্ত এলাকার সঙ্গে সদরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে ধারাবাহিক উদ্যোগ হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন