দলবদল শুরু হল দুর্গাপুরে

কোনও ক্লাব দলে চাইছে বিভিন্ন গ্রাম থেকে খেলোয়াড়। কারও পছন্দ, দলে থাকুন আদিবাসী ফুটবলারেরা। মহকুমা ক্রীড়া সংস্থার দলবদলের শুরুর দিন, শুক্রবার থেকে এমনই প্রবণতা দেখা যাচ্ছে দুর্গাপুরের বিভিন্ন ক্লাবগুলির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০২:০৬
Share:

কোনও ক্লাব দলে চাইছে বিভিন্ন গ্রাম থেকে খেলোয়াড়। কারও পছন্দ, দলে থাকুন আদিবাসী ফুটবলারেরা। মহকুমা ক্রীড়া সংস্থার দলবদলের শুরুর দিন, শুক্রবার থেকে এমনই প্রবণতা দেখা যাচ্ছে দুর্গাপুরের বিভিন্ন ক্লাবগুলির।

Advertisement

সূত্রের খবর, দলবদল শুরুর অনেক আগে থেকেই নিজেদের ঘুঁটি সাজিয়ে ফেলেছে বিভিন্ন ক্লাব।

যেমন, গত মরসুমে সুপার ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছিল পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব। দলের কর্তা শ্যামল মুর্মু জানান, প্রতি বার দলগঠনে তাঁরা জোর দেন যাতে তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্য বজায় থাকে। এই ক্লাবের অনূর্ধ্ব ১৭ ফুটবল দল রয়েছে। সেখান খেকেও বহু খেলোয়াড় এ বার সুপার ডিভিশন দলে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এ ছাড়া অন্যান্য দলের প্রথম, দ্বিতীয় ডিভিশন খেলা ফুটবলারদেরও দলে নেওয়ার চেষ্টা করা হবে বলে জানান শ্যামলবাবু।

Advertisement

এ বার শুরু থেকেই ভাল দল তৈরির লক্ষ্যে ঝাঁপাচ্ছে অআকখ কালচারাল ক্লাব। তার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ক্লাব কর্তা দেবদুলাল বিশ্বাস। তিনি জানান, এ বার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের স্কুলগুলি থেকে খেলোয়াড় তুলে আনা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলারকে বেছে নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজও চলছে।

সুপার ডিভিশনে গত বার রানার্স হয়েছিল তানসেন এসি। বেশ কিছু খেলোয়াড় তানসেন এসি ছেড়ে অন্য দলে চলে গিয়েছিলেন, এ বার সেই রকম কিছু ফুটবলারকে দলে টানা হবে বলে জানান ক্লাব কর্তা স্বপন সরকার। এ ছাড়া প্রশিক্ষণ শিবির থেকেও খেলোয়াড় নেওয়া হবে দলে। নিজেদের মতো করে দল সাজাচ্ছে পিয়ালা আদিবাসী স্পোর্টিং ক্লাবও, ভারতী ভলিবল ক্লাব, গ্যামন ব্রিজ ক্লাবও। দল বদল চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন