Coal Scam

আয়-বহির্ভূত সম্পত্তি, কয়লা পাচারে প্রত্যক্ষ যোগে দোষী প্রাক্তন কেন্দ্রীয় কর্মচারী! কারাদণ্ড দিল সিবিআই কোর্ট

সংশ্লিষ্ট দুর্নীতি মামলার তদন্ত করেছিলেন সিবিআই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার মামলারও তদন্তকারী আধিকারিক তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫
Share:

—প্রতীকী চিত্র।

প্রায় দুই দশক পুরনো দুর্নীতি মামলায় অবশেষে রায় ঘোষণা করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। দোষী সাব্যস্ত প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মীকে ৩ বছরের কারাদণ্ড দিলেন বিচারক অরিন্দম চট্টোপাধ্যায়।

Advertisement

ইস্টার্ন কোলফিল্ডস্ লিমিটেড বা ইসিএলের হরিপুর কোলিয়ারির পাম্প অপারেটর ছিলেন সুখময় রানা। আয়-বহির্ভূত সম্পত্তি করা এবং চোরাই কয়লা কারবারে তাঁর প্রত্যক্ষ যোগের অভিযোগ ওঠে। ২০০৬ সালে মামলা দায়ের হয়। ওই দুই অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন কোলিয়ারির প্রাক্তন পাম্প অপারেটর। শুক্রবার তাঁর সাজা ঘোষণা করল আদালত।

সংশ্লিষ্ট দুর্নীতি মামলার তদন্ত করেছিলেন সিবিআই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার মামলারও তদন্তকারী আধিকারিক তিনি। ওই আধিকারিকের নেতৃত্বাধীন তদন্তকারী দল জানিয়েছে, ইসিএলের প্রাক্তন কর্মী সুখময় রানার নামে এবং বেনামে জমা হয় ১ কোটি ১৫ লক্ষ ৬৮ হাজার ৪১৫ টাকা। তাঁর উপার্জনের তুলনায় এই অর্থ অস্বাভাবিক বেশি। অন্য দিকে, সাজা ঘোষণার আগে শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে আদালতের কাছে মুক্তি প্রার্থনা করেছিলেন আসামি। আদালতে সুখময় বলেন, ‘‘আমার হৃদ্‌যন্ত্রে এবং কিডনিতে সমস্যা। মানবিক কারণে আমায় মুক্তি দেওয়া হোক।’’ যদিও তা নাকচ হয়ে যায়। বিচারক দীর্ঘ শুনানির পর এবং ৬৫ জন সাক্ষীর জবানবন্দি, উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য বিবেচনা করে রায় দেন, ৩ বছরের সশ্রম কারাদণ্ড হবে সুখময়ের। সঙ্গে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।

Advertisement

সরকারি আইনজীবীর কথায়, ‘‘কয়লা দুর্নীতির বিরুদ্ধে এই রায় ইসিএল অঞ্চলে বার্তা দিল সময় যতই লাগুক, আইনের হাত থেকে নিস্তার নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement