কলেজের অনুষ্ঠানে যাওয়ার পথে মৃত্যু প্রাক্তন শিক্ষকের

কলেজের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হল দুর্গাপুরের মুচিপাড়া আইটিআই-এর প্রাক্তন শিক্ষকের। আহত হন কলেজের এক ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০১:৩৬
Share:

দুর্ঘটনার পরে অবরোধ। নিজস্ব চিত্র।

কলেজের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হল দুর্গাপুরের মুচিপাড়া আইটিআই-এর প্রাক্তন শিক্ষকের। আহত হন কলেজের এক ছাত্র। বৃহস্পতিবার দুর্গাপুরের কোকওভেন থানার জেপি অ্যাভিনিউয়ের ডেয়ারি মোড় লাগোয়া এলাকায় এই ঘটনার পরে রাস্তা অবরোধ করেন ওই আইটিআই-এর পড়ুয়ারা। পুলিশ জানায়, মৃত কানাইলাল গড়াই (৬০) মোটরবাইকে যাচ্ছিলেন।

Advertisement

কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন মুচিপাড়ার আইটিআই-এর শিক্ষকদের সঙ্গে পুরুলিয়ার আইটিআই-এর শিক্ষকদের একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ ছিল। সেখানে শিক্ষকদের খাওয়াদাওয়ার ব্যবস্থাও ছিল। গত জুলাইয়ে অবসর নেওয়া কানাইলালবাবু আমন্ত্রিত ছিলেন। এ দিন সকালে তিনি কলেজের এক ছাত্রকে নিয়ে মাংস কিনে মোটরবাইকে কলেজে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই উল্টো দিক থেকে আসা একটি লরি রাস্তার ডান দিকে ঢুকে পড়ে। তখন সামনে পড়ে যান কানাইলালবাবুরা। লরিটি তাঁদের ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন কানাইলালবাবু ও বিজয় রুইদাস নামে ওই ছাত্র। লরিটি রাস্তার পাশে নর্দমায় ঢুকে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় কানাইলালবাবুর। বিজয়কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ছুটে আসেন আইটিই কলেজের পড়ুয়া, শিক্ষকেরা। পৌঁছয় পুলিশও। কানাইলালবাবুর বাড়ি শহরের নিউটাউনশিপ থানার কালীগঞ্জে। সেখান থেকেও অনেক বাসিন্দা ঘটনাস্থলে আসেন। দেহ রেখে বিক্ষোভ শুরু হয়।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের পাশে রয়েছে একটি গাড়ি ওজনের কাঁটা। অনেক গাড়ির চালকই ওই কাঁটার দিকে ঢোকার সময়ে সামনে-পিছনে দেখেন না। ফলে দুর্ঘটনা ঘটে। এ দিনও সে জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। দুর্ঘটনা কমাতে পদক্ষেপের দাবি তোলেন বিক্ষোভকারীরা। ঘণ্টা দুয়েক অবরোধের পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ থামে। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের দাবি খতিয়ে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন