Kulti Youth Death

উদ্ধার এক যুবকের রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ কুলটির প্রাক্তন কাউন্সিলর এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে

সূত্রের খবর, মঙ্গলবার ওই কাউন্সিলরের বাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করেন এলাকাবাসী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ০১:৫২
Share:

সিঁড়িতে রক্তের দাগ। —নিজস্ব চিত্র ।

তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বেবি বাউড়ির বাড়ির সামনে থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের কুলটিতে। মৃতের নাম কার্তিক বাউড়ি। খুনের অভিযোগ উঠেছে বেবি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। তাঁদের গ্রেফতার করেছে বরাকর ফাঁড়ির পুলিশ।

Advertisement

সূত্রের খবর, মঙ্গলবার ওই কাউন্সিলরের বাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করেন এলাকাবাসী। পরে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই বেবি ও তাঁর ভাই অমরদীপ বাউড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন মৃত কার্তিক বাউড়ির পরিবারের সদস্যেরা। অভিযোগ দায়ের করা হয় বরাকর ফাঁড়িতে। পুলিশ তদন্তে নেমে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে যে, গত ছয় মাস আগে লটারিতে এক কোটি টাকা জিতেছিলেন মৃত যুবক কার্তিক।

অন্য দিকে, ধৃত বেবি জানান, ওই যুবক রাতের অন্ধকারে তাঁদের বাড়িতে ঢুকেছিলেন। ধরা পড়ে যাওয়ার ভয়ে পাঁচিল টপকে পালাতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়েই এই পরিণতি হয়েছে।

Advertisement

কার্তিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে প্রাক্তন কাউন্সিলর এবং তার ভাইকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বুধবার আসানসোল আদালতে হাজীর করানো হলে বিচারক অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement