—প্রতীকী চিত্র।
কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। ধৃতের নাম সুজন লোহার ওরফে সৌরভ। গলসি থানার বাবলা গ্রামের লোহারপাড়ায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার বিকেলে গলসি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় অপহৃতা কিশোরী। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২ জুন ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।
পুলিশ জানিয়েছে, গলসি চৌমাথার লোহারপাড়ায় বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ গোষ্ঠীর টাকা দিতে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বার হন। তার পর থেকে তার হদিস মিলছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, সুজন কিশোরীকে অপহরণ করে আটকে রেখেছেন। এর পরেই কিশোরীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।