—প্রতীকী চিত্র।
দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে শনিবার সন্ধ্যায় গুলি চলল বর্ধমানের গোলাহাটে। জখম বেশ কয়েকজন, দু’জনকে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। যাঁদের মধ্যে রয়েছেন ১৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি প্রদীপ রহমানের মামা।
বেশ কয়েক মাস ধরেই একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে বিবাদ চলছিল প্রদীপ রহমান এবং সাবির আলির মধ্যে। প্রায় প্রতিদিনই অশান্তি লেগে থাকত দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যাওয়ায় গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে প্রদীপ আর সাবিরের লোকজন একে অপরকে দায়ী করেছেন। পুরপ্রতিনিধি প্রদীপের অভিযোগ, রাতে কার্যালয় থেকে বৈঠক সেরে ফেরার পথে, সাবির আলির লোকজন তাঁর উপর অতর্কিত আক্রমণ করেন। সেই কারণে তাঁর মামা আহত হন। অন্য দিকে, সাবির আলির কন্যা শবনম শাহির পাল্টা অভিযোগ, রাতে প্রদীপের লোকজন তাঁদের বাড়িতে চড়াও হন। জোর করে দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করছিলেন তাঁরা। সেই অবস্থায় অত্মরক্ষার স্বার্থে তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি ছুড়তে বাধ্য হন।
রাতে বর্ধমান মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান বিধায়ক খোকন দাস।
দুই গোষ্ঠীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।