ভাড়া বেড়েছে জেনারেটরের

কালবৈশাখীর পরে কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। কিন্তু এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কাঁকসা, বুদবুদের বহু এলাকা। এই পরিস্থিতিতে জেনারেটরের চাহিদা বাড়ছে। সুযোগ বুঝে জেনারেটর ভাড়া বেশ খানিকটা বাড়ানো হয়েছে বলে অভিযোগ কাঁকসার বাসিন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকসা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০০:০২
Share:

কালবৈশাখীর পরে কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। কিন্তু এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কাঁকসা, বুদবুদের বহু এলাকা। এই পরিস্থিতিতে জেনারেটরের চাহিদা বাড়ছে। সুযোগ বুঝে জেনারেটর ভাড়া বেশ খানিকটা বাড়ানো হয়েছে বলে অভিযোগ কাঁকসার বাসিন্দাদের।

Advertisement

রবিবার সন্ধ্যায় কালবৈশাখীতে প্রচুর ক্ষতি হয়েছে কাঁকসা ও বুদবুদের বিভিন্ন এলাকায়। বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পানীয় জল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।

দু’দিন ধরে বিদ্যুৎ না থাকায় এলাকায় জেনারেটরের চাহিদা বেড়েছে। কাঁকসার বাসিন্দা সুদীপ মণ্ডল বলেন, ‘‘সোমবার বিকেল থেকে বাড়ির ইনভার্টারেরও চার্জ শেষ হয়ে গিয়েছে। অগত্যা জেনারেটর ভাড়া করেছি।’’ তবে জেনারেটরের ভাড়া এক লাফে বেশ কিছুটা বেড়ে গিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

Advertisement

কী রকম? কাঁকসার এক জেনারেটর ব্যবসায়ী জানান, জেনারেটরের এক দিনের ভাড়া সাধারণত তিনশো থেকে চারশো টাকা। তবে এই পরিস্থিতিতে প্রতি ঘণ্টায় নেওয়া হচ্ছে বাড়িতে ভাড়া নেওয়া হচ্ছে। কেন? বেলডাঙার বাসিন্দা, জেনারেটর ব্যবসায়ী সন্দীপ হালদারের দাবি, ‘‘এখন বাড়িতে সংযোগ নেওয়া হচ্ছে। তাই ঘণ্টা হিসেবে ভাড়া নেওয়া হচ্ছে। কারণ, বেশির ভাগ বাড়িতেই ঘণ্টাখানেকের বেশি জেনারেটর চলে না। অথচ ওই সময়টুকুর জন্য এক, দু’জন কর্মী দরকার।’’

বিদ্যুৎ বিভ্রাটের জেরে বাড়ি ছাড়াও কাঁকসা, বুদবুদের বেশ কয়েকটি সরকারি দফতর, পঞ্চায়েত কার্যালয়েও কাজকর্ম শিকেয় উঠেছে বলে ক্ষোভ বাসিন্দাদের। কিছু ক্ষেত্রে জেনারেটর পেতেও সমস্যা হচ্ছে বলে দাবি প্রশাসনের কর্তাদের। এর ফলে মঙ্গলবার আধার কার্ড তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছে বুদবুদের চাকতেঁতুল পঞ্চায়েতে। জেনারেটর না পাওয়া নিয়ে ব্যবসায়ীদের দাবি, এই ক’দিনে বিভিন্ন অনুষ্ঠানবাড়ি থাকায় সমস্যা হয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মঙ্গলবার পানাগড় গ্রাহক পরিষেবা কেন্দ্রে স্মারকলিপি দিয়েছে বিজেপি। বিদ্যুৎ দফতরের পানাগড় গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন