TMC

মিছিলকে কেন্দ্র করে মারামারি বালানপুরে

অভিযোগ, বালানপুরে তৃণমূল কার্যালয়ের সামনে পুরনো তৃণমূল কর্মীদের কয়েকজন মিছিল আটকে দাবি করেন, দলীয় পতাকা হাতে তাঁদের যেতে দেওয়া হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ০৬:২৩
Share:

প্রতীকী ছবি।

তৃণমূলে ‘যোগ দিতে’ আসা লোকজনের সঙ্গে শনিবার দলেরই পুরনো কর্মীদের মারামারির অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইকড়ায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন এলাকার বিদায়ী তৃণমূল কাউন্সিলর রাখি কর্মকারের নেতৃত্বে ইকড়া প্রাথমিক স্কুল চত্বরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউড়ি, মহিলা তৃণমূলের জেলা নেত্রী আলপনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রক্তদান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই লাগোয়া বালানপুর গ্রাম থেকে মিছিল করে জনা পঞ্চাশেক মহিলা ও পুরুষ তৃণমূলের পতাকা নিয়ে শিবিরের দিকে আসছিলেন।

অভিযোগ, বালানপুরে তৃণমূল কার্যালয়ের সামনে পুরনো তৃণমূল কর্মীদের কয়েকজন মিছিল আটকে দাবি করেন, দলীয় পতাকা হাতে তাঁদের যেতে দেওয়া হবে না। এই পরিস্থিতিতেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আসানসোলের পুর-প্রশাসকমণ্ডলীর সদস্য পূর্ণশশী রায়। শ্রীপুর ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

স্থানীয় তৃণমূল নেতা অরুণ সিংহের অভিযোগ, ‘‘ওই মিছিলে থাকা কয়েকজন বিজেপির হয়ে ভোটের আগে সন্ত্রাস তৈরির চেষ্টা করেছিলেন। এ দিন, মিছিল থেকে কার্যালয় দখলের হুমকি দেন। তা মানা হবে না জানানোয় বচসা হয়। মারামারি হয়নি।’’ তবে মিছিলে যোগ দেওয়া লোকজন মন্তব্য করতে চাননি। তবে, তাঁরা জানান, এ দিন তাঁরা তৃণমূলে যোগ দিতে ও রক্তদান করতে গিয়েছিলেন। এ দিকে, বিজেপির জেলা অহ্বায়ক শিবরাম বর্মন বলেন, ‘‘আমাদের দল ছেড়ে কেউ এ দিনে তৃণমূলে যোগ দিতে গিয়েছিলেন বলে আমাদের জানা নেই। তৃণমূল আজকাল রক্তদান শিবিরের মধ্যেও বিজেপির
ভূত দেখছে।’’

শিবিরে যোগ দিয়েছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংহ। তিনি দাবি করেন, ‘‘নির্বাচনের আগে যাঁরা বিজেপিতে ছিলেন, তাঁরা কারও খেয়ালখুশি অনুযায়ী তৃণমূলে যোগ দিতে চাইলে, তা হবে না। এ দিন বিজেপি থেকে আসা কেউ রক্ত দিয়েছেন কি না দেখার সময় ছিল না। তবে মনে রাখতে হবে, বিজেপি ছেড়ে তাঁরা এ দিন তৃণমূলে যোগ দিতে এলেও, এ ভাবে তা সম্ভব হবে না।’’ রাখিদেবী অবশ্য বলেন, ‘‘কে, কোন দলের, তা দেখে আমি ওঁদের শিবিরে ডাকিনি। ওঁরা রক্ত দিতে এসেছিলেন, দিয়েছেনও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement