কাজ চলছে অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে। —নিজস্ব চিত্র।
অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের সংস্কারের কাজ চলায় এই মরসুমে কালনা মহকুমা ফুটবল লিগ হচ্ছে না। মহকুমা ক্রীড়া সংস্থার দাবি, বেশির ভাগ ক্লাবই শহরের বাইরে গিয়ে দূরের মাঠে খেলতে রাজি না হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাসিন্দারা জানান, প্রতি বছর মাস খানেক ধরে এই লিগ চলে। ভিড় উপচে পড়ে মাঠে। এ বার মাস ছয়েক আগে স্টেডিয়াম আধুনিকীকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। ক্রীড়া সংস্থার দাবি, ২০১৭-র এপ্রিলের আগে এই স্টেডিয়ামের মাঠটি খেলার উপযুক্ত হবে না। এই মরসুমে ক্রীড়া সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, কালনা ১ ব্লকের আটঘোরিয়া, কালনা ২ ব্লকের পূর্বসাতগাছিয়া ও পূর্বস্থলী ১ ব্লকের নিমতলা মাঠে খেলা হবে। কিন্তু এই নির্দেশ শুনে মাত্র ৪টি দলই খেলার জন্য আগ্রহ প্রকাশ করে।
মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরুল শেখের দাবি, ‘‘দূরত্বের জন্য প্রতিটি ক্লাবকে খেলার দিন ৬০০ টাকা দেওয়ার কথা বলি। কিন্তু তারপরেও বেশির ভাগ ক্লাবই বাইরে যেতে চায়নি। তবে ক্রিকেট লিগ হবে আটঘোরিয়া গ্রামের মাঠে।’’