TMC

TMC: নেতাদের শৃঙ্খলার বার্তা

‘শৃঙ্খলারক্ষা ও সমন্বয়ের’ বার্তা দিলেন তৃণমূলের নতুন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ০৬:০২
Share:

তৃণমূলের বৈঠক। নিজস্ব চিত্র।

বিধানসভা ভোটের পরে নানা ঘটনায় দলের ‘কোন্দল’ প্রকাশ্যে এসেছে। দল সূত্রে খবর, ব্লক এবং জেলা স্তরের নেতাদের একাংশের মধ্যে ‘সমন্বয়ের অভাব ক্রমশ স্পষ্ট হচ্ছে’ বলে ঘনিষ্ঠ মহলে আক্ষেপ করেছেন তৃণমূলের জেলা নেতাদের একাংশ। সে প্রেক্ষিতে হওয়া জেলা কমিটির বর্ধিত সভায় মঙ্গলবার নেতাদের ‘শৃঙ্খলারক্ষা ও সমন্বয়ের’ বার্তা দিলেন তৃণমূলের নতুন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, এ দিন দুপুরে সংস্কৃতির মেট্রো প্রেক্ষাগৃহে হওয়া সভায় জেলা সভাপতি জানিয়ে দেন, স্থানীয় স্তরে কোনও কর্মসূচি করতে গেলে বিধায়ক ও দলের সংশ্লিষ্ট ব্লক সভাপতিকে জানাতে হবে। একই নির্দেশ দেওয়া হয়েছে দলের শাখা সংগঠনের নেতাদেরও। সভা শেষে রবীন্দ্রনাথবাবু বলেন, “আমাদের দলীয় শৃঙ্খলা ও সমন্বয় রেখে চলতে হবে। তা নিয়েই আলোচনা হয়েছে।’’

সভায় ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু, জেলা পরিষদ সভানেত্রী শম্পা ধাড়া, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। নতুন জেলা সভাপতির পাশে থাকার আশ্বাস দিয়েছেন দলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। জেলা কমিটির সদস্যেরা ছাড়াও বৈঠকে ছিলেন জেলা পরিষদের সদস্য ও ব্লক সভাপতিরা।

Advertisement

তৃণমূল সূত্রে জানা যায়, পঞ্চায়েত বা পুরসভার বুথ স্তরে বিধানসভা ভোটের ফল বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথা বৈঠকে বলেন দেবু। তিনি জানান, বুথ ধরে হিসেব করলে দেখা যাবে, বিধানসভায় জিতলেও অনেক গ্রাম সংসদ বা ওয়ার্ডে দল পিছিয়ে। সভায় তিনি আরও জানান, বিভিন্ন ব্লকে বৈঠক হয় না। ব্লক স্তরে বৈঠক ও সেখানে গৃহীত সিদ্ধান্ত জেলায় পাঠানোর কথাও বৈঠকে বলেন তিনি। দেবু পরে সাংবাদিকদের বলেন, “আমি নই, আমরা— এটাই ছিল সভার মূল সুর। সে জন্য জেলা সভাপতি প্রথম দিনেই শৃঙ্খলার উপরে জোর দিয়েছেন।’’

দলীয় সূত্রে খবর, সভায় বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন সিদ্দিকুল্লা। এক তৃণমূল নেতা জানান, জেলা পরিষদের কাজ সম্পর্কে বিধায়কেরা বিশেষ কিছু জানেন না। তাই একটি ‘কোর কমিটি’ গড়ে ‘সমন্বয় সাধনের’ কথা বলেছেন মন্ত্রী। কমিটিতে বিধায়কদের রাখার প্রস্তাব দিয়েছেন সিদ্দিকুল্লা। জেলা সভাপতি জানান, সপ্তাহে দু’দিন তিনি জেলা কার্যালয়ে বসবেন। ব্লক কমিটি গড়া নিয়ে প্রসঙ্গে রবীন্দ্রনাথবাবু বলেন, “সবই আলোচনা করে ঠিক করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন