badminton

হবে ‘পুলিশ ক্যাম্প’, মাঠ বাঁচানোর আর্জি

স্থানীয় বাসিন্দা দেবাশিস মজুমদার, জয়ন্ত মিশ্র, সান্টু মাহান্তরা জানান, ২৫ বছর ধরে পুলিশের একটি পরিত্যক্ত কর্মী আবাসনের পাশে এলাকার ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলে।‌

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৭:৪৭
Share:

অন্ডাল স্টেশন। —ফাইল চিত্র।

ব্যাডমিন্টন খেলার মাঠ বাঁচানোর দাবিতে সরব হলেন রামপ্রসাদপুর পঞ্চায়েতের দক্ষিণ বাজার এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা দেবাশিস মজুমদার, জয়ন্ত মিশ্র, সান্টু মাহান্তরা জানান, ২৫ বছর ধরে পুলিশের একটি পরিত্যক্ত কর্মী আবাসনের পাশে এলাকার ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলে।‌ বাসিন্দাদের একাংশের উদ্যোগে সেখানে ঢালাই মেঝে ও সেমি ইন্ডোর তৈরি করা হয়েছে।‌ বাসিন্দাদের দাবি, সম্প্রতি অন্ডাল থানার ওসি তাঁদের জানিয়েছেন, খেলার মাঠ থেকে খুঁটি তুলে নিতে হবে। কারণ, ওখানে তাঁরা পুলিশ ক্যাম্প তৈরি করবেন।‌ তাঁরা জানান, এর জেরে দীর্ঘ দিনের মাঠ নষ্ট হয়ে যাবে।‌‌ জায়গাটি রেলের অন্তর্গত। তাই মাঠ বাঁচাতে তাঁরা সম্প্রতি পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা মণ্ডলের কাছে স্মারকলিপি দিয়েছেন।

প্রধান কৃষ্ণা জানান, বাসিন্দারা মাঠ বাঁচানোর আবেদন জানিয়ে তাঁর কাছে স্মারকলিপি দিয়েছেন। তা পাওয়ার পরে তিনি‌ অন্ডাল থানার ওসিকে চিঠি দিয়ে আবেদন করেছেন, অদূরে কোথাও ক্যাম্প তৈরি করা হোক।‌ অথবা ক্যাম্পের সামনে বিকল্প ব্যাডমিন্টন মাঠ তৈরি করে দিক প্রশাসন। বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ বাঁচানো থেকে ক্রীড়া ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগাচ্ছেন। সেখানে অনেক জায়গা থাকা সত্ত্বেও ব্যাডমিন্টনের মাঠ নষ্ট করে দেওয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার বিরুদ্ধে যাওয়া হবে। বাসিন্দারা এর বিরুদ্ধে জোট বাঁধছেন। কারণ, খেলা বন্ধ হলে অন্ডালের কয়েকটি এলাকার মতো এই এলাকায়ও নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ কমবে বলে মনে করছেন তিনি। তাই প্রশাসনকে বিষয়টি ভাবতে হবে।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটর এক আধিকারিকের দাবি, রেলের কাছ থেকে অনুমতি নিয়ে ওখানে ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্যাম্প হলেও খেলার মাঠ অক্ষত থাকবে, দাবি ওই আধিকারিকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন