মঙ্গলবার এমনই টুইট করেন বাবুল সুপ্রিয়। সৌজন্যে: টুইটার

‘সেন-সেশন্যাল প্রতিদ্বন্দ্বী’, টুইট বিজেপি সাংসদের

পদবিতে যায় চেনা! আর সেই পদবি দেখেই মঙ্গলবার তৃণমূলের লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার পরে দু’বারের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মিল খুঁজে পেলেন আসানসোলের বিদায়ী বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। ‘সেন-সেশন্যাল’ প্রতিদ্বন্দ্বীর কথা জানিয়ে এ দিন টুইট করেন বাবুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০১:৩৬
Share:

মঙ্গলবার এমনই টুইট করেন বাবুল সুপ্রিয়। সৌজন্যে: টুইটার

পদবিতে যায় চেনা! আর সেই পদবি দেখেই মঙ্গলবার তৃণমূলের লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার পরে দু’বারের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মিল খুঁজে পেলেন আসানসোলের বিদায়ী বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। ‘সেন-সেশন্যাল’ প্রতিদ্বন্দ্বীর কথা জানিয়ে এ দিন টুইট করেন বাবুল।

Advertisement

বাবুল ইংরেজিতে টুইট করে লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল কেন্দ্রে সবসময় তাঁকে ‘সেন-সেশন্যাল প্রতিদ্বন্দ্বী উপহার দেন।’ বিষয়টি ভেঙে, ওই টুইটেই লেখেন, ‘২০১৪-য় দোলা সেন। ২০১৯-এ মুনমুন সেন।’ মুনমুন সেন এ বার আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী।

বিদায়ী সাংসদের এমন টুইটের প্রতিক্রিয়াও দেখা যায় নেটিজেনদের মধ্যে। সন্ধ্যা ৭টা ৭ মিনিট পর্যন্ত, তা ‘রিটুইট’ হয়েছে ৩০৭ বার। পছন্দ করেছেন ১,৩২২ জন। টুইটের নীচে কথা বলেছেন ১৩৩ জন। প্রতিক্রিয়াতেও রয়েছে নানা প্রসঙ্গ। কেউ তৃণমূলের ‘সেন-সেশন্যাল হার’ হবে বলে মন্তব্য করেছেন, কেউ বা চেয়েছেন বিজেপির হার।

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বদের মতে, মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। কিন্তু টুইটে ‘তাঁকে’ উপহার দেওয়ার কথা বলে তিনিই যে ফের প্রার্থী হচ্ছেন আসানসোলে, সেই ইঙ্গিতই দিয়েছেন বাবুল, মনে করছেন জেলার রাজনৈতিক নেতা, কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন