প্লাস্টিকমুক্ত প্রচারে জোর দিতে চিঠি সব দলকে 

চিঠিতে তিনি জানান, ২০২০ সালের মধ্যে দেশ এক বার ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিকের ফের ব্যবহার পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ০০:০৬
Share:

প্রতীকী ছবি।

পরিবেশকে ‘প্লাস্টিকমুক্ত’ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ‘পরিবেশ বান্ধব’ প্রচার সামগ্রী ব্যবহারে জোর দেওয়া হয়েছে। সে কথা মনে করিয়ে দিতে সোমবার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতর থেকে রাজনৈতিক দলগুলির পদাধিকারিদের চিঠি পাঠানো হয়। মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘‘নির্বাচনী প্রচারে যেন পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করা হয়, সে দিকে নজর রাখতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে বলা হয়েছে।’’

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জানুয়ারি কেন্দ্রীয় পরিবেশ, বন ও আবহাওয়া পরিবর্তন মন্ত্রকের সচিব সিকে মিশ্র সমস্ত রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে এক বার ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিক ফের যাতে ব্যবহার না করা হয়, তার আর্জি জানান। চিঠিতে তিনি জানান, ২০২০ সালের মধ্যে দেশ এক বার ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিকের ফের ব্যবহার পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনে পোস্টার, কাটআউট, ব্যানার, হোর্ডিং‌, বিজ্ঞাপনে এই ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়। নির্বাচন মিটে গেলে সেগুলি নর্দমার মুখে জমে পরিবেশকে দূষিত করে। অনেক সময় গবাদি পশু খেয়ে নিয়ে বিপদ বাড়ায়। কিছু প্লাস্টিকে আবার ‘পলি ভিনাইল ক্লোরাইড’ ব্যবহার করা হয়। ওই প্লাস্টিক পোড়ালে বিষাক্ত গ্যাস বার হয়। যা পরিবেশের ব্যাপক ক্ষতি করে। প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, যা মাটিতে মিশে যায় এমন প্লাস্টিক, ‘রিসাইকেল্‌ড পেপার’, পাট প্রভৃতি ব্যবহারের কথা ভাবতে পারে দলগুলি। গত ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেশের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে চিঠি দিয়ে জানায়, পরিবেশ ও বাস্তুতন্ত্রের কথা ভেবে নির্বাচনী প্রচারে প্লাস্টিক ব্যবহার করা থেকে বিরত থাকতে উপযুক্ত ব্যবস্থা নিক দলগুলি। তার পরেই গত ৬ মার্চ রাজ্যের নির্বাচন কমিশন সব জেলার জেলাশাসকদের চিঠি পাঠিয়ে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দেয়।

দেখা গিয়েছে, দুর্গাপুর ও সংলগ্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার এখনও পর্যন্ত দেওয়াল লিখন, মিছিলেই সীমাবদ্ধ রয়েছে। পোস্টার, ব্যানার, হোর্ডিং, কাটআউট নজরে পড়েনি। কী বলছেন নেতারা? সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘গত কয়েক বছর ধরেই প্লাস্টিকের বদলে কাপড় ও পাটের সামগ্রী ব্যবহারে জোর দিয়েছি। পরিবেশের কথা ভেবে আমাদের আরও সচেতন হতে হবে।’’ তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘পরিবেশের কথা ভেবে প্রচারে যতটা সম্ভব কম প্লাস্টিক ব্যবহার করা যায়, সেদিকে আমাদের নজর থাকবে।’’ একই সুরে বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পরিবেশ বাঁচাতে আমরা যদি কিছু করতে পারি, তা সকলেরই ভাল হবে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন